Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্পর্কে গল্প ‘হ্যালো ম্যাডাম’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ জুলাই ২০২১ ১৬:০৯

মেঘা আনোয়ার, জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রেই সফল একজন নারী। খুব কম বয়সেই ওয়ার্কোহলিক মেঘা হয়ে উঠেছে তার অফিসের প্রজেক্ট ম্যানেজার। তবে চাঁদের দাগের মতোই গুমরানো ব্যর্থতা মেঘার আছেই। ‘সম্পর্কের মায়া’ বিষয়টাই তার জীবনে নেই। দুই বিয়ে করা বাবার সাথে সম্পর্কটা ওই উইকেন্ডে ঘুরতে যাবার মতোই ফরম্যাল হয়ে ছিলো। কাজ নিয়ে ব্যস্ত মার সাথে কথাই হতো কম। স্বামীর সাথে হয়তো মেঘার সুখের একটা সংসার হলেও হতে পারত। কিন্তু পাঁচ বছরের বিবাহিত জীবন বিয়ের দুই মাস পরেই হারিয়েছে রং।

বিজ্ঞাপন

দম আটকানো এই থমথমে সম্পর্কের মধ্যেই মেঘা তার অফিস পরিবর্তন করে দ্বিগুণ স্যালারির সাথে প্রমোশন নিয়ে। নতুন অফিসে জয়েন করে মেঘা শক্ত হাতে সবাইকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে। কেবল একজন ছাড়া, বাচ্চু। মেঘার মতোন গম্ভীর অতি সিরিয়াস একজন মানুষের কাছে বাচ্চু অতি বিরক্তিকর চরিত্র হয়ে উঠবে সেটাই স্বাভাবিক। হয়েছেও তাই। একটু পর পরই কারণে অকারণে ‘হ্যালো ম্যাডাম…’ বলে শুরু করবে তার যন্ত্রণাদায়ক ঘ্যানঘ্যান।

বিজ্ঞাপন

বাচ্চুর গলায় ওই ‘হ্যালো ম্যাডাম’ ডাকটা মেঘার জন্য রীতিমত আতংকের হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বাচ্চু যখন বাড়ির ভেতরের ব্যাপারেও ঢুকতে চায়, তার মা ও স্বামীর সাথে সম্পর্ক নিয়ে কথা বলতে চায়। মেঘার সহ্য হয় না। কড়া ভাবে ধমকে দেয়। কিন্তু বাচ্চু দমে যায় না। সে বলে মেঘার সব ধরণের সম্পর্ক সে ঠিক করে দেবে।

সত্যি কি বাচ্চু পারবে এই পাথর হৃদয়ের মেঘার সব সম্পর্ককে স্বাভাবিক করে তুলতে? নাকি নিয়েই হারিয়ে ফেলবে সব কিছু মেঘার রোষে? এই সব কিছু নিয়েই একও ঘণ্টার নাটক ‘হ্যালো ম্যাডাম’।

আহমেদ খান হীরকের গল্পে চিত্রনাট্য করেছেন ফাহমিদুর রহমান। নাটকটি পরিচালনা করেছেন ফিরোজ কবির ডলার এবং অভিনয়ে আছেন মীর সাব্বির, শবনম ফারিয়া, উপমা, অবাক, শিরিন আলম। প্রচারিত হবে দীপ্ত টিভিতে ঈদের পঞ্চম দিন সন্ধ্যা ৭টায়।

সারাবাংলা/এজেডএস

শবনম ফারিয়া হ্যালো ম্যাডাম