Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘদিন পর তপন চৌধুরীর ‘খেলাঘর’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ জুলাই ২০২১ ১৭:০৮

দীর্ঘদিন পর তপন চৌধুরীর নতুন গান প্রকাশ পাচ্ছে। গানের শিরোনাম ‘খেলাঘর’। কেউ আগে, কেউ পরে/ যেতে হবে ওপারে/ বিধাতা লিখে রাখে/ একটা জনম। এমন দারুণ কিছু কথায় গানটি লিখেছেন তানভীর তারেক।

তানভীর তারেক এর কথা, সুর ও সঙ্গীতে সেলিব্রিটি স্টুডিওতে গানটি ধারণ করা হয়।

গানটি প্রসঙ্গে দেশবরেণ্য শিল্পী তপন চৌধুরী বলেন,‘তানভীরের কথা ও সুরে গান করবো এমন পরিকল্পনা অনেক আগের। অবশেষে এবারে গানটি হয়ে দাঁড়ালো। আমি যেকোনো গান গাইবার আগে প্রথমে লিরিকটা দেখতে চাই। তানভীরের এই গানটির লিরিকটি মনকে নাড়া দিয়েছে। পরে বলি সুর করে গানটা বাঁধতে। সেভাবেই ওর স্টুডিওতে গাওয়া হলো গানটি।’

গানটির প্রণেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার তানভীর তারেক বলেন,‘এ সময়ে শুদ্ধ গানের চর্চা করছেন অনেকেই। কিন্তু শুদ্ধ সঙ্গীতের পৃষ্ঠপোষকতার মানুষ কম। সেদিক দিয়ে তপন দা’র এই গানটি প্রকাশের জন্য ধ্রুব মিউজিক স্টেশনকে কৃতজ্ঞতা জানাতেই হয়। মাসকয়েক আগে গানটির ১ মিনিটের একটি ডেমো প্রাথমিকভাবে ফেসবুকে প্রকাশ করি। এর কিছুক্ষন পরই ধ্রুব দা আমাকে লেখেন, গানটা আমার চাই। মূলত ওইটুকুন কথাই ছিল বাকি গান তৈরির জন্য অনুপ্রেরণা। কারণ তখনও গানটি পুরোটা লেখাও হয়নি। এরপর শেষ করে তপন দা’কে বললাম। কারণ তপন দার সাথে আমার এটিই প্রথম কাজ। খুব কাছের বড় ভাইয়ের মতো একজন মানুষ আমার জীবনে তপন চৌধুরী। অথচ অন্য অনেক শিল্পীর সাথে কাজ করা হলেও, তপন দা’র কন্ঠে আমার সুরে কোনো গান করা হয়নি। অবশেষে সেই ইচ্ছেটি পুরণ হলো। গানটি একেবারে ভেতরের অনুভবের গান। নিয়তির কথা নিয়ে তৈরি একটি গান। যে কোনো সংবেদনশীল শ্রোতাকে গানটি নাড়া দেবে বলে আমার বিশ্বাস।’

বিজ্ঞাপন

গানটির গল্প নিয়ে এর থিম অনুযায়ী একটি মিউজিক ভিডিও নির্মান করা হয়েছে। আল মাসুদের নির্মানে এ গানটির প্রধান মডেল হিসেবে অভিনয়ে করেছেন অভিনেত্রী নওশাবা আহমেদ।

‘খেলাঘর’ শিরোনামের এই গানটি ঈদ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউবে অবমুক্ত করা হবে। সেই সাথে শুনতে পাওয়া যাবে দেশী বিদেশী বিভিন্ন অ্যাপে।

সারাবাংলা/এজেডএস

খেলাঘর তপন চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর