Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেলিভিশনে দেখাবে ‘পোড়ামন ২’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ জুলাই ২০২১ ১৭:০০

ঈদুল ফিতর উপলক্ষ্যে ২০১৮ সালের ১৬ জুন মুক্তি পেয়েছিলো ‘পোড়ামন ২’। রায়হান রাফি পরিচালিত ছবিটি সে বছরের অন্যতম আলোচিত ও ব্যবসা সফল ছবি ছিলো। এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে সিয়াম আহমেদ ও পূজা চেরির। দর্শকপ্রিয় ছবিটি এবার টেলিভিশনের পর্দায় দেখা যাবে।

‘পোড়ামন ২’-এর প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ এক ফেসবুক স্ট্যাটাসে এ খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদুল আযহার দ্বিতীয় দিন অর্থ্যাৎ ২২ জুলাই দুপুর ২টা ২৫ মিনিটে এনটিভিতে আলোচিত এ ছবির প্রিমিয়ার হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

২০১৩ সালে মুক্তি পাওয়া জাকির হোসেন রাজু পরিচালিত ও সাইমন-মাহি অভিনীত ‘পোড়ামন’-এর সিক্যুয়েলের হিসেবে পরিচিত হলেও এ ছবির সঙ্গে কোনো কাহিনির কোনো সম্পর্ক নেই দ্বিতীয়টির। প্রথম সিক্যুয়েলে অভিনয় করেছিলেন মাহিয়া মাহি ও সাইমন।

সারাবাংলা/এজেডএস

পূজা চেরি পোড়ামন ২ মাহি সাইমন সিয়াম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর