Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীর সন্ধানে মোশাররফ করিমের বাটি চালান!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ জুলাই ২০২১ ১৬:২৭

করোনার ভয়াল থাবায় আতংকিত জনপদ। তবুও থেমে নেই আনন্দ উৎসব। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ সামনে। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। আর উৎসবকে কেন্দ্র করেই টেলিভিশন চ্যানেল্গুলোর জন্য নির্মিত হয় বিশেষ নাটক, বিভিন্ন অনুষ্ঠানমালা। তেমনি আগামি ঈদকে সামনে রেখে নির্মিত হলো ঈদের বিশেষ একক নাটক ‘তুলা-মকর-মীন’। শাহ্জাহান সৌরভ-এর রচনায় এবং ইমরাউল রাফাত-এর পরিচালনায় এই ঈদের নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম প্রমুখ। প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আরটিভিতে।

বিজ্ঞাপন

‘তুলা-মকর-মীন’ নাটকের গল্পে দেখা যাবে, তুলা রাশির জাতক আনিস। গ্রামে তার বিশাল পরিচিতি। আশে-পাশে ৫ গ্রামে, বিভিন্ন সময় বাটি চালান বা এই জাতীয় কাজে নির্ভরযোগ্য নাম আনিস। পাশাপাশি সে একজন শিল্পীও। তবে সে তার জীবিকার জন্যে কিছুই করেনা। শুধু বাটি চালানে অমানুষিক পরিশ্রম করে খুব সামান্য একটা অংক পায় আর বিভিন্ন আসরে গান গাইলে খুশি হয়ে লোকজন তাকে যা দেয়, তাই। এর ফলে যা হবার তা-ই হচ্ছে। নিত্য অনটনে সংসার জীবন পর্যুদস্ত। এসব থোড়াই কেয়ার করে আনিস। রোজ সকালে কড়কড়ে নতুন গন্ধমাখা একটা পত্রিকা তার পড়া চাই-ই চাই। আর পত্রিকায় তার প্রথম আগ্রহ হলো দৈনিক রাশিফল।

বিজ্ঞাপন

আনিসের স্ত্রী লিজা। মীন রাশির জাতিকা সে। রাশিগত বিচারে উচ্চাভিলাষী। আনিসের সংসারে যে তার মন বসতোনা, সেটা হলপ করেই বলা যায়। কার ভাল লাগে এই অভাব-অনটন? তুলা’র সাথে রাশিগত দ্বন্দ্বে নিয়ত ঝগড়া তো লেগেই আছে, এছাড়াও আনিসের অকর্মণ্যতা এবং খালি পেটে স্টারডমজনিত বড় বড় কথা, লিজার রাগটাকে বাড়িয়েই তুলছে দিন কে দিন। হয়তো এখন সে সহ্যের চূড়ান্তে আছে।

মকর রাশির জাতক বুলেট। ঢাকায় থাকে এবং প্রডাকশান ম্যানেজারের চাকরী করে। বেশ কিছু টাকা হাতিয়ে সে এখন গ্রামে। সবাই জানে ছুটিতে আছে বুলেট। গ্রামে তার পরিচয়, সে একজন প্রডিউসার। বিশাল এক ভক্তশ্রেণী আছে তার। তাদের নিয়েই চায়ের কাপে ঝড় তোলে বুলেট। উচ্চাভিলাশী লিজা আর রোমিও বুলেটের কথা, দেখা, পারস্পরিক লোভ এবং পলায়ন। অবশ্য এই পলায়নের পেছনে সবচাইতে বড় কারণ ছিল, বুলেটের একটা কথা, লাস্যময়ী লিজাকে নায়িকা বানাবার প্রস্তাব।

কিন্তু আনিস? রাশিগত বৈশিষ্ট্য হোক কিংবা অন্য কিছু, অনেক বেশি ভালবাসতো স্ত্রীকে। সে কিছুতেই মানতে চায়না লিজা তাকে ছেড়ে চলে গেছে। তার বিশ্বাস এবং সবাইকে সেটা বিশ্বাস করাতে চায়, বুলেটই ফুসলিয়ে তার স্ত্রীকে নিয়ে গেছে। কিন্তু কোথায় খুঁজবে সে লিজাকে। সে এবার নিজেকেই চালান করে। সেই বাটি হাতে স্ত্রীর খোঁজে বেরিয়ে পড়ে আনিস। এরপর …।

সারাবাংলা/এএসজি

আরটিভি ইমরাউল রাফাত ঈদের একক নাটক জাকিয়া বারী মম মোশাররফ করিম শাহ্জাহান সৌরভ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর