Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখকেই সন্তান মনে করতেন নিঃসন্তান দিলীপ-সায়রা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ জুলাই ২০২১ ১৮:২১

বুধবার সাত সকালেই মন খারাপের খবর। না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আইকন দিলীপ কুমার। শেষ হল একটা যুগের। বলা হয়ে থাকে ভারতীয় ছবির ইতিহাসে কেবল একজন দিলীপকুমার-ই ছিলেন। একজনই থেকে যাবেন। একটা সময় ছিল যখন দিলীপ কুমার এবং সায়রা বানুর প্রেম বেশ চর্চিত বিষয় ছিল। মধুবালার সঙ্গে প্রেম পরিণতি না পেলে ১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুকে বিয়ে করেন দিলীপ কুমার। কিন্তু তারা নিঃসন্তান ছিলেন। শোনা যায়, বাবা না হতে পারার একটা হতাশা অভিনেতার মধ্যে সারাজীবনই ছিল। তবে অনেকেই হয়ত জানেন না, বলিউড বাদশা শাহরুখ খানকে সন্তানের মতোই দেখতেন বর্ষীয়ান অভিনেতা ও সায়রা বানু। বলা যায় শাহরুখ ছিলেন দিলীপ কুমারের ‘মু বোলা বেটা’।

বিজ্ঞাপন
দিলীপ কুমারের সান্নিধ্যে শাহরুখ

দিলীপ কুমারের সান্নিধ্যে শাহরুখ

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে দেখা হওয়ার কথা শেয়ার করেছিলেন সায়রা বানু। তিনি বলেন, হেমা মালিনী পরিচালিত ‘দিল আশনা হ্যায়’ ছবির মহরতে গিয়েছিলেন তিনি আর দিলীপ কুমার। যে ছবিতে শাহরুখের কাজ করার কথা ছিল। তখনই কিং খানের সঙ্গে দিলীপ কুমারের প্রথম আলাপ হয়। সে অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সায়রা বানু বলেন, ‘আমি সবসময়ই বলি, আমাদের যদি ছেলে থাকত, তাহলে তাকে দেখতে ঠিক শাহরুখের মতোই হতো। শাহরুখ ও দিলীপ সাবের চুল এক্কেবারে একই রকম। আমি ওর (শাহরুখ) চুলে হাত বুলিয়ে দিয়েছিলাম। পরে যখন শাহরুখের সঙ্গে আমাদের দেখা হয় ও জিজ্ঞাসা করেছিল, আজ আপনি আমায় চুলে হাত বুলিয়ে দেবেন না? ওর কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম।’

বিজ্ঞাপন
শোকস্তব্ধ সায়রা বানুর পাশে বসে তাকে সান্তনা দিচ্ছেন শাহরুখ

শোকস্তব্ধ সায়রা বানুর পাশে বসে তাকে সান্তনা দিচ্ছেন শাহরুখ

উল্লেখ্য, বছর দুয়েক আগে দিলীপ কুমার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেয়ে সুহানাকে নিয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ খান। সেইসাথে শাহরুখ দিলীপ কুমারের বিশাল মাপের একটি পোস্টারে তার অটোগ্রাফ নিয়েছিলেন। দিলীপ কুমারকে নিজের অন্যতম আদর্শ মানেন কিং খান। দিলীপ কুমারের অসুস্থতার খবর পেয়ে বারবার তার বাড়িতে দেখা করতে যেমন ছুটে গিয়েছেন, তেমনি বুধবারও নিজেকে ধরে রাখতে পারলেন না। মৃত্যুর খবর শোনা মাত্রই দিলীপ কুমারের বাড়িতে ছুটে গেলেন শাহরুখ। সেখানে শোকস্তব্ধ সায়রা বানুর পাশে বসে তাকে সান্তনা দিতে দেখা গেল শাহরুখকে। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কান্নায় ভেঙে পড়েছেন সায়রা বানু। আর তার হাত ধরে বসে রয়েছেন শাহরুখ।

সারাবাংলা/এএসজি

দিলীপ কুমার শাহরুখ খান সায়রা বানু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর