Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিল ভক্তদের সঙ্গে বসে খেলা দেখবেন মাহি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ জুলাই ২০২১ ১৫:০৫

বাংলাদেশে ফুটবল ভক্তরা মূলত দুই ভাগে বিভক্ত— আর্জেন্টিনা ও ব্রাজিল। বিশ্বকাপসহ বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে দুই দলের খেলা থাকলে ভক্তদের ঘুম হারাম হয়ে যায়। দলের জয় পরাজয়ে তারা হন আবেগী। এর ব্যতিক্রম নন আমাদের দেশের বিভিন্ন অঙ্গনের তারকারা। প্রিয় দলের খেলার সময় নানা ধরণের মন্তব্য করে হন আলোচিত।

জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি জানিয়েছেন তিনি ব্রাজিলিয়ান ফ্যানদের সঙ্গে বসে খেলা দেখবেন। তাও আবার আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে।

বিজ্ঞাপন

ঘটনা হচ্ছে কোপা আমেরিকার এবারের আসরের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে লাতিন আমেরিকার দুই চির প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী ১১ জুলাই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এই ম্যাচ দিয়ে ১৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। ২০০৭ সালে শেষবার আর্জেন্টিনা খেলেছিল ব্রাজিলের বিপক্ষে। সে ম্যাচে স্মৃতিটা অবশ্য মোটেও সুখকর নয় আর্জেন্টিনার জন্য। সেবার রিকেলমে-মেসির আর্জেন্টিনা হেরেছিল ৩-০ গোলে।

কোপা আমেরিকায় সাম্প্রতিককালে দুই দলের দ্বৈরথেও আর্জেন্টিনা খুব ভালো অবস্থানে নেই। দুই দলের লড়াইয়ে সর্বশেষ আর্জেন্টিনা জিতেছিল ১৯৯১ সালে। সেবার ডিয়েগো ম্যারাডোনার দল জিতেছিল ৩-২ গোলে। এরপর থেকে আর্জেন্টিনা তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলেছে আরও ছয়বার, জেতেনি একবারও।

তাই আর্জেন্টিনার ভক্ত হিসেবে মাহি লিখেছেন, ‘ইনশাআল্লাহ ফাইনালে ব্রাজিলিয়ানদের সাথে বসে আর্জেন্টিনার টি-শার্ট পরে খেলা দেখব। বুক ভরা আশা নিয়ে এখন ঘুমাইতে গেলাম।’

সারাবাংলা/এজেডএস

আর্জেন্টিনা কোপা আমেরিকা ব্রাজিল মাহিয়া মাহি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর