Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগের চেয়ে অনেকটাই ভালো আছেন দিলীপ কুমার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ জুলাই ২০২১ ১৫:০৪

আগের চেয়ে অনেকটাই ভালো আছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। আপাতত স্থিতিশীল অবস্থায় আছেন এবং আগামী দুই একদিনের মধ্যেই বাড়ি ফিরতেন পারেন বলে জানালেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ফয়জল ফারুকী।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে দিলীপ কুমারের স্বাস্থ্যের ব্যাপারে ফারুকী জানিয়েছেন যে এই বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ৯৮ বছর বয়সী একজন মানুষের জন্য যা ভীষণই প্রয়োজন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দুই একদিনের মধ্যেই বাড়ি ফিরতে পারবেন এই অভিনেতা। পাশাপাশি অভিনেতার সুস্বাস্থ্যের কামনা করার জন্য অনুরাগীদের উদ্দেশে যে কৃতজ্ঞতা জানিয়েছেন দিলীপ কুমারের পরিবার, সেকথাও উল্লেখ করেন ফারুকি।

বিজ্ঞাপন
দিলীপ কুমার-সায়রা বানু

দিলীপ কুমার-সায়রা বানু

প্রসঙ্গত, গত জুন মাসে প্রথমবার হাসপাতালে ভর্তি হওয়ার পর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা গেছিল দিলীপ কুমারের ২টি ফুসফুসেই পানি জমে রয়েছে। যদিও করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল অভিনেতার। অভিনেতার স্ত্রী সায়রা বানু জানিয়েছিলেন বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। এরপর গত মঙ্গলবার (২৯ জুন) আবারও শ্বাসকষ্টের জন্য হাসপাতালে ভর্তি করানো হয় দিলীপ কুমারকে। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালেই রয়েছেন তিনি।

সারাবাংলা/এএসজি

দিলীপ কুমার হাসপাতালে দিলীপ কুমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর