Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থ-সম্পদ নিয়ে সমালোচনার জবাব দিলেন পরিমণি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ জুন ২০২১ ২২:৩৬

সাভারে বোট ক্লাবে হত্যাচেষ্টা ও ধর্ষণের অভিযোগ এনে মামলা করার পর থেকে পরীমণির অর্থ-সম্পদ নিয়ে নানাজন নানাভাবে সমালোচনা শুরু করে। এ তালিকায় সবশেষ যুক্ত হয়েছেন প্রবীণ নায়িকা অরুণা বিশ্বাস। তিনিসহ যারা এসব নিয়ে সমালোচনা করছেন তাদের জবাব দিয়েছেন পরীমণি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অরুণা বিশ্বাসের নাম সরাসরি উল্লেখ না করে লিখেন, ‘যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতেও ছাড়লেন না আজ! একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে।’

বিজ্ঞাপন

পরীমণি স্ট্যাটাসে দাবি করেন, তার ১০ কোটি কেনো ৩ বা ৪ বা ৫ কোটি টাকা দামের কোনো গাড়ি নেই। তিনি লিখেন, ‘আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে এবং আমি একটি ভাড়া ফ্লাটে থাকি।’

তিনি সরকারকে নিয়মিত কর দেন বলে জানান। লিখেন, ‘আমি আমার আয়ের হিসাব সরকারের কাছে অবশ্যই প্রদান করি।’

সম্প্রতি এক রেডিও শোতে অরুণা বিশ্বাস বলেন, ‘একজন শিল্পী কতো টাকা মাসে ইনকাম করলে ৫ কোটি টাকার গাড়ি চালাতে পারে? ৪ কোটি টাকার বাড়ি কিনতে পারে?’

আমি যে মেয়েটাকে দেখেছি ১০০ টাকার জন্য দাঁড়ায় থাকে, তার ভাই বোন ছোট ছোট, সে মেয়েটাকেই যখন দেখি পরের বছর ৬ তলা বাড়ি হয়ে যায়, সিঙ্গাপুর যায়, এই প্রশ্নগুলা সামাজিক ভাবে কারো মনেই আসে না? কারো মনেই প্রশ্ন জাগে না এই টাকাগুলো কোথা থেকে আসছে, কি করে আসছে? একজন শিল্পী কোথা থেকে এতো টাকা পায়?’

‘মেধা, পরিশ্রম থাকলে অন্যের আন্ডারে থাকা লাগে না। যারা স্মার্ট, মেধাবী, ব্যক্তিত্ব নিয়ে চলে তাদের কেউ এইরকম অফারও দেয় না। কারণ দিন শেষে কারো আন্ডারে থাকার ফল ভালো হয় না। শেষপর্যন্ত মেধাই টিকে থাকে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

অর্থ-সম্পদ জবাব পরীমণি সমালোচনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর