Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই গানের মানুষ আট বছর পর তৃতীয় বার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ জুন ২০২১ ১৫:২৯

দুজনেই গানের মানুষ ছিলেন প্রথমে। কিন্তু নিয়মিত অভিনয় করেন। তারা হলেন রাফিয়াত রশিদ মিথিলা ও পার্থ বড়ুয়া। তারা দুজন রেদওয়ান রনি পরিচালিত ‘আয়না মহল’ নামক একটি নাটকে সবশেষ অভিনয় করেছিলেন। সেটাও আট বছর আগের কথা। এত বছর এ দুই গানের মানুষ আবার এক সঙ্গে অভিনয় করলেন।

আলোক হাসান পরিচালিত নাটকটির নাম ‘সুখী আত্মা’। এটি তাদের দুজনের অভিনীত তৃতীয় নাটক। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু।

বিজ্ঞাপন

‘সুখী আত্মা’ নাটকে পার্থ বড়ুয়া অভিনীত চরিত্রের নাম অমিয় এবং মিথিলার মিথি।

নাটকের গল্পে দেখা যাবে, একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন অমিয়। পাশাপাশি কবরফলক লেখেন। অফিসের বস একদিন তাকে নিজ মেয়ের কবরের জন্য একটি ফলক লিখে দিতে বলেন। যার নাম মিথি। চিকিৎসক জানিয়েছন, ক্যানসারে আক্রান্ত মিথি বেশি দিন বাঁচবেন না। বেঁচে থাকতে সে দেখে যেতে চায় তার সমাধিতে কী লেখা থাকবে! কিন্তু এক পর্যায়ে অমিয়র সঙ্গে দেখা করেন মিথি। দুজনের মধ্যে সম্পর্ক হয়। পরিবারের বাধা উপেক্ষা করেন অমিয়কে বিয়েও করেন তিনি। কিন্তু বাসর রাতেই মারা যায় মিথি।

ঈদুল আযহায় দীপ্ত টিভিতে নাটকটি প্রচারিত হবে।

সারাবাংলা/এজেডএস

পার্থ বড়ুয়া মিথিলা সুখী আত্মা