Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিগ বস-এ অঙ্কিতা, বললেন ‘পুরোটাই গুজব’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৮ জুন ২০২১ ১৫:০৪

এক ঘরে এক সঙ্গে থাকবেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দুই বান্ধবী। সম্প্রতি এমনই এক খবর জানিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমগুলো। জানিয়েছিল ‘বিগ বস’-এর ১৫ নম্বর সিজনের জন্য অফার রয়েছে অঙ্কিতা লোখান্ডে ও রিয়া চক্রবর্তীর কাছে। সেই খবর হু হু করে ছড়িয়ে পড়ে। এতেই ক্ষেপে উঠেছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। নিজের সামাজিক মাধ্যমের ওয়ালে এক বিবৃতি দিয়ে জানান, তিনি বিগ বসে যাচ্ছেন না। পুরোটাই নাকি গুজব।

বিজ্ঞাপন
অঙ্কিতা লোখান্ডের পোস্ট

অঙ্কিতা লোখান্ডের পোস্ট

বিবৃতিতে স্পষ্ট জানান অঙ্কিতা, তার নজরে এসেছে বেশ কিছু মিডিয়া রিপোর্ট করেছে, তিনি এই বছর বিগ বসে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছেন। তিনি সকলকে পরিস্কার জানান, তিনি কোনো ভাবেই এই বছর বিগ বসের ঘরে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছেন না। তাকে নিয়ে যে সমস্ত খবর ছড়িয়েছে তা পুরোটাই ভিত্তিহীন। মানুষ খুব তাড়াতাড়ি তার ওপর নিজেদের প্রতিহিংসা ফলানোর চেষ্টা করছেন, যেটার তিনি অংশই নয় বলে অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। প্রত্যেক বছর নতুন মোড়কে হাজির হয় এই রিয়ালিটি শো। করোনা আর লকডাউনের জন্য কিছুটা ছেদ পড়লেও গত সিজন দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয়তা পায়। এবছর ১৫ তম সিজনে পা দেবে বিগ বস। তার আগেই বড় খবর হিসেবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, এই সিজনে একসঙ্গে দেখা যাবে সুশান্ত সিং রাজপুতের দুই প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে ও রিয়া চক্রবর্তীকে।

অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিং রাজপুত

অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিং রাজপুত

ভারতীয় সংবাদমাধ্যম আরও জানায়, টিভি চ্যানেলের পক্ষ থেকে ‘বিগ বস ১৫’-তে অংশ নেওয়ার জন্য এই দুইজনকে নির্বাচন করা হয়েছে। তবে প্রথমে প্রস্তাব দেওয়া হয় সুশান্ত সিং কাণ্ডে বিতর্কিত নাম রিয়া চক্রবর্তীকে। জানা গেছে, অভিনেত্রী সম্মতি দিলেই চ্যানেলের পক্ষ থেকে থেকে প্রস্তাব দেওয়া হবে অঙ্কিতা লোখান্ডেকে। যা নিয়ে হইচই পড়ে যায় নেটদুনিয়ায়। যদিও নিজের খবরকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন অঙ্কিতা লোখান্ডে।

সারাবাংলা/এএসজি

অঙ্কিতা লোখান্ডে বিগ বস ১৫ সুশান্ত সিং রাজপুত সুশান্তের প্রেমিকা