Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের বর্ষার অনুষ্ঠান


২০ জুন ২০২১ ১৩:১৪

ছায়ানট— ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সংস্কৃতিচর্চায় দেশীয় ঐতিহ্যের ধারক ও বাহক। চিন্তাবিদ, সাহিত্যিক, চিত্রশিল্পী, নাট্যশিল্পী, চলচ্চিত্র সংসদকর্মী, বিজ্ঞানী, সমাজব্রতী নানা ক্ষেত্রের মানুষের সৃজনচর্চার এক মিলনমঞ্চ।

প্রতিষ্ঠার পর থেকেই বাঙালিকে তার গানের ঐতিহ্য স্মরণ করিয়ে দিতে ছায়ানট আয়োজন করে চলেছে সুরুচিসম্মত সংগীত অনুষ্ঠান। পাশাপাশি গুণী সংস্কৃতিসেবীদের শ্রদ্ধা জানিয়ে স্মরণানুষ্ঠান। এরই ধারাবাহিকতায় ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া কামালকে উৎসর্গ করে বেশ কয়েক বছর ধরে ছায়ানট বর্ষার অনুষ্ঠানের আয়োজন করে আসছে। কোভিড পরিস্থিতির জন্য গত বছর এই আয়োজন সম্ভব হয়নি। এ বছর অনলাইনে ছায়ানট নিবেদন করছে ‘সুফিয়া কামাল স্মারক বর্ষার অনুষ্ঠান’।

বিজ্ঞাপন

বর্ষার গান-কবিতা-নৃত্য দিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। রয়েছে ছায়ানটের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুলতানা কামালের কথন।

অনুষ্ঠানটি প্রচারিত হবে সুফিয়া কামালের জন্মদিনে, ২০ জুন (রোববার), বাংলাদেশ সময় রাত ৯টায়, ছায়ানটের ফেইসবুক গ্রুপ- facebook.com/groups/chhayanaut ও ইউটিউব চ্যানেল youtube.com/ChhayanautDigitalPlatform -লিংকে।

ছায়ানট ছায়ানটের বর্ষার অনুষ্ঠান সুফিয়া কামাল স্মরণে

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর