টিজারের সঙ্গে ‘বেল বটম’-এর মুক্তির তারিখ জানালেন অক্ষয়
১৫ জুন ২০২১ ১৫:১৫ | আপডেট: ১৫ জুন ২০২১ ১৫:২২
২০১৯ সালের শেষের দিকে অক্ষয় কুমার ‘বেল বটম’-এর ঘোষণা দেন। স্পাই থ্রিলার এই ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। একই বছর এর প্রমোশনাল ‘ফার্স্ট লুক’ প্রকাশিত হয়। যা বেশ হাইপ তুলেছিলো। ‘কোভিড-১৯’র কারণে ছবিটির শুটিং বন্ধ ছিলো দীর্ঘদিন। এরপর যত দ্রুতই সম্ভব শুটিং শেষ করেছেন পুরো টিম। তারপর থেকেই অপেক্ষার পালা।
মঙ্গলবার (১৫ জুন) সকালেই খুশির খবর নিয়ে এল অক্ষয় কুমারের টুইট। অভিনেতা জানালেন কবে মুক্তি পাবে তার স্পাই থ্রিলার ‘বেল বটম’। আর মাত্র এক মাস, অর্থাৎ জুলাই মাসেই মুক্তি পেতে চলেছে অক্ষয়ের এই নতুন ছবি।
https://twitter.com/akshaykumar/status/1404673271883255811
‘বেল বটম’-এর টিজার শেয়ার করে টুইটারের অক্ষয় লিখেছেন, ‘আমি জানি আপনারা বেল বটমের জন্য অধীরে অপেক্ষা করছিলেন। আজ ছবি মুক্তির তারিখ ঘোষণা করার সুযোগ পেয়ে আমিও খুব খুশি।’ সঙ্গে অক্ষয় তার অনুরাগীদের নিশ্চিত করেছেন গোটা বিশ্বে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। আপাতত ২৭ জুলাই দিনটি নির্ধারিত হয়েছে ছবি মুক্তির জন্য। যদিও শোনা গিয়েছিল ‘ডিজনিপ্লাস হটস্টার’-এ রিলিজ করবে ‘বেল বটম’। হটস্টার ছবির প্রযোজককে ১৫০ কোটি অফার করেছেন। তবে, এখন এসব জল্পনায় জল ঢাললেন খোদ অভিনেতাই।
রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত এই ছবিতে আটের দশকের গল্প দেখতে পারবেন দর্শকরা। র-এজেন্টের চরিত্রে অভিনয় করছেন অক্ষয়। বিপরীতে রয়েছেন বাণী কাপুর। এই ছবির মাধ্যমে সে সময়ের রেট্রো ফ্যাশনের এক ঝলকের স্বাদ পাবেন দর্শকেরা। সেই সময়কার অন্যতম ফ্যাশন বেল বটমকেও তুলে ধরা হয়েছে ছবিতে। সঙ্গে অক্ষয়ের মারকাটারি অ্যাকশন স্ট্যান্ট।
উল্লেখ্য, ‘বেল বটম’ ছবির শ্যুটিংয়েও কম ঝক্কি পোহাতে হয়নি। শ্যুটের জন্য স্কটল্যান্ডে পৌঁছনোর পর সরকারি নিয়ম অনুসারে দুই সপ্তাহ কোয়ারানটিনে থাকতে হয়েছিল পুরো ‘বেল বটম’ টিমকে। তারপর লোকসান বাঁচাতে নিজের তৈরি নিয়ম ভেঙে দুই শিফটে প্রায় ১৬ ঘণ্টা কাজ করেছিলেন অক্ষয়। শোনা যায়, খিলাড়ি অক্ষয়ের এনার্জি দেখে গোটা টিম উদ্বুদ্ধ হয়েছিল বেশি করে কাজ করতে। এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে হুমা কুরেশি এবং লারা দত্তকেও।