Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার বিয়ে শ্রাবন্তীর!


১২ জুন ২০২১ ১৩:৪২

নুসরাত জাহান আর নিখিল জৈনের দাম্পত্যের মতোই টলিউড সিনে ইন্ডাস্ট্রিতে আরেকটি যে দম্পতিকে নিয়ে সব থেকে বেশি আলোচনা, সেটি হচ্ছে অভিনেত্রী শ্রাবন্তী ও রোশনের দাম্পত্য সম্পর্কে চিড় ধরার খবর। তাদের বিবাহ বিচ্ছেদ নাকি শুধুই সময়ের অপেক্ষা। তৃতীয় বিয়েও টিকছে না শ্রাবন্তীর- এমন নানা খবর ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই টলিউডের এই বিচ্ছিন্ন দম্পতির গল্পে নতুন মোড়, মানে যাকে বলে কাহানিতে বড়সড় টুইস্ট। মন বদলেছে রোশনের। শ্রাবন্তীর সঙ্গে পুরোনো সব তিক্ততা ভুলে ফের সংসার পাততে চান তিনি। এই মর্মে আদালতের দ্বারস্থ হয়েছেন রোশন। ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ অর্থাৎ বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা ধারায় মামলা করেছেন রোশন সিং। কিন্তু এর মাঝেই শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ায় করা একটি নতুন পোস্ট অভিনেত্রীর ‘চতুর্থ’ বিয়ের জল্পনাকে উসকে দিল। ভাইরাল সেই ছবি।

বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রাবন্তীর পোস্ট

সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রাবন্তীর পোস্ট

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী শ্রাবন্তী নব বিবাহিতার বেশে একটি ছবি শেয়ার করেন, যাতে দেখা যাচ্ছে- পড়নে লাল শাড়ি, হাতে শাঁখা-পলা, বড় নাকছাবি, সিঁথিতে সিঁদুর, মাথায় টোপর। আর এই ছবি দেখেই জল্পনা রটে, তাহলে কি ‘চতুর্থবার’ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী? যদিও ক্যাপশনে শ্রাবন্তী স্পষ্ট করে দিয়েছেন- একটি ব্রাইডাল শ্যুটের জন্য তার এই সাজ। কিন্তু, তাতে পার পাননি ট্রোলড হওয়ার হাত থেকে।

বিজ্ঞাপন

বারবার সম্পর্কে জড়ানো, বিয়ে ও তা ভেঙে যাওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় একাধিক মিম চোখে পড়ে অভিনেত্রীকে নিয়ে। তারওপর বিয়ের ছবি দেখে কুরুচিকর মন্তব্য করতে ছাড়েননি নেটনাগরিকরা। যদিও, বর্তমান সম্পর্কের ভেঙে যাওয়ার কারণ নিয়ে প্রথম থেকেই চুপ তিনি। ২০২০-র নভেম্বর মাস থেকেই শ্রাবন্তী ও রোশানের মধ্যে তিক্ততার খবর প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেন। শ্রাবন্তী ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান। প্রসঙ্গত, রাজীব বিশ্বাস, কৃষণ ব্রজের সঙ্গে বিয়ে ভাঙার পরে রোশান সিং-এর সঙ্গে ছিল তার তৃতীয় বিয়ে।

রোশান সিং শ্রাবন্তী চ্যাটার্জী শ্রাবন্তীর বিয়ে

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর