Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে সালাহউদ্দিন লাভলু’র ‘দ্য ডিরেক্টর’


৭ জুন ২০২১ ১৬:২২

তরুণ-তরুণীর স্বপ্নের গল্প, কল্পনা আর পাগলের মতো ভালোবাসার গল্প নিয়ে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘দ্য ডিরেক্টর’। কাজী শাহিদুর ইসলামের রচনা এবং জনপ্রিয় পরিচালক সালাহউদ্দিন লাভলু’র পরিচালনায় এই ধারাবাহিক নাটকটি প্রচারিত হবে চ্যানেল আইতে।

‘দ্যা ডিরেক্টর’ ধারাবাহিক নাটকটির গল্পে রয়েছে তরুণ-তরুণীর স্বপ্ন, মুখে না বলা কথা, মনে মনে রক্তাক্ত হওয়া এবং কল্পনা আর পাগলের মতো ভালোবাসা। যেমন বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প তেমনি চোখের ভেতর সব খোয়ানোর গল্প। শেষ পর্যন্ত ‘দ্য ডিরেক্টর’ প্রেমে প্রেমে মজে থাকা আর প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প নিয়ে ধারাবাহিক নাটক ‘দ্য ডিরেক্টর’।

বিজ্ঞাপন

এই ধারাবাহিকে অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, সোহেল খান, আরফান আহমেদ, সিনথিয়া, আহসান হাবিব, মিষ্টি জাহান, জুনায়েদসহ আরও অনেকে। ৮ জুন থেকে প্রতি শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে।