Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপীয় ইউনিয়নের আয়োজনে ২২ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব


৭ জুন ২০২১ ১৩:৫৫

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনে বন্ধুত্বের উপহার হিসেবে প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে আয়োজন করতে চলেছে চলচ্চিত্র উৎসব (বিইইউএফএফ)। ৯ থেকে ৩০ জুন পর্যন্ত এই অনলাইন চলচ্চিত্র উৎসবে থাকছে বাংলাদেশের ৭টি ও ইউরোপের ৭টি পূর্ণদৈর্ঘ্য এবং ৭টি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে ৩টি বাংলাদেশি চলচ্চিত্র প্রথমবারের মত বাংলাদেশে দেখানো হবে। বিদেশি চলচ্চিত্রগুলোতে থাকছে বাংলায় সাবটাইটেল।

বিজ্ঞাপন


মহামারীর সময়টাতে ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করা যাবে দেশ-বিদেশের এই ২১টি চলচ্চিত্র। যা এরই মধ্যে আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসবে কুড়িয়েছে প্রশংসা ও আন্তর্জাতিক পুরস্কার। নারীর ক্ষমতায়ণ, জলবায়ূসহ আরো নানা বিষয় থাকছে চলচ্চিত্রগুলোতে। ভালোবাসা, আবেগ, অনুভূতি, হাস্যরস আর সংঘাতের গল্পগুলো ভাষা ও সীমানার বাধা পেরিয়ে কাছে টানবে দর্শকদের।

এর পাশাপাশি বাংলাদেশ ও ইউরোপের চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীদের নিয়ে থাকবে চলচ্চিত্র নির্মাণ ওয়র্কশপ, প্রশ্নোত্তর পর্ব আর তাদের নানান অভিজ্ঞতার গল্প। এই উৎসবের যাবতীয় আপডেট পাওয়া যাবে ফিল্ম ফেস্টিভাল ইভেন্ট পেজ- www.beuff.org – লিংকে।

ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন-এর চলচ্চিত্র উৎসব চলচ্চিত্র উৎসব

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর