Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফডিসির ক্যামেরাসহ অন্যান্য ভাড়া কমানোর দাবি পরিচালক সমিতির

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ জুন ২০২১ ১৬:৪১

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত কমিটি রবিবার (৬ জুন) তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছে। সেখানে তারা এফডিসির ফ্লোর, ক্যামেরাসহ অন্যান্য জিনিসের ভাড়া কমানোর দাবি জানান। একই সঙ্গে চলচ্চিত্রের উন্নয়নে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন তারা।

বৈঠকে উপস্থিত পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘এটা আসলে আমাদের তার সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। আমাদের বর্তমান কমিটি নির্বাচিত হওয়ার পর মন্ত্রীর সঙ্গে আমাদের আনুষ্ঠানিক কোন সাক্ষাৎ হয়নি, তাই এ বৈঠক। সেখানে আমরা চলচ্চিত্রের বর্তমান অবস্থা ও এর উন্নয়নে নানান দাবি-দাওয়া তুলে ধরেছি তার কাছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের মূল সূতিকাগার হচ্ছে এফডিসি। দেশের একমাত্র পরিপূর্ণ চলচ্চিত্র নির্মাণ স্টুডিও। এক সময় যেখানে নির্মাতাদের ভিড় লেগে থাকতো, বর্তমানে একদিকে চলচ্চিত্র নির্মাণ কমে গেছে আরেকদিকে যা নির্মিত হচ্ছে তার বেশিরভাগই এফডিসির বাইরে নির্মিত হচ্ছে। অথচ এফডিসিতে সকল ধরণের সুযোগ সুবিধা রয়েছে। পরিচালক-প্রযোজকরা সেখানে যাচ্ছে  না নানা ধরণের আমলাতান্ত্রিক জটিলতা ও অতিরিক্ত ভাড়ার কারণে।

সোহান বলেন, ধরেণ বাইরে যে ক্যামেরার ভাড়া ৩ হাজার সেটা এফডিসিতে ভাড়া ৩০ হাজার টাকা। একজন পরিচালক-প্রযোজক কেন অতিরিক্ত ভাড়া দিয়ে এফডিসি থেকে ক্যামেরা নিবে। আমরা মন্ত্রীকে বলেছি, কম লাভে যদি এফডিসি পরিচালিত হয় তাহলে চলচ্চিত্র যেমন লাভবান হবে তেমনি তেমনি প্রতিষ্ঠানটি লোকসান থেকে উঠে আসতে পারবে। মন্ত্রী এফডিসির এমডিকে বলেছে বিষয়টি দেখতে। এমডি আমাদের কাছে বাইরে কোথায় কত করে ভাড়া তা জানাতে বলেছেন।

বিজ্ঞাপন

করোনাকালীন দেশের সকল সিনেমা হল বন্ধ ছিল টানা সাত মাস। এরপর গত বছরের অক্টোবরে হল খুলে দেওয়ার পরও অধিকাংশ হল মালিক হল খুলেননি। হলগুলো সংস্কার, নতুন হল নির্মাণের জন্য সরকার গত নভেম্বরে ১০০০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। যেখান থেকে স্বল্প সুদে হল মালিকরা সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। অথচ এখন পর্যন্ত খুব কম সংখ্যক হল মালিক এর জন্য আবেদন করেছে।

সোহান বলেন, মন্ত্রী আমাদেরকে বলেছেন হল মালিকদের ঋণ নেওয়ার ব্যাপারে উৎসাহিত করতে। আমরা তাকে বলেছি শুধু হল মালিকদের না চলচ্চিত্র নির্মাতাদেরও স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। যে ঋণ এফডিসির মাধ্যমে চলচ্চিত্রের নিয়মিত পরিচালকদের মধ্যে বিতরণ করা হবে। তাতে করে হল মালিকরা ভালো ছবি পাবেন এবং দর্শক হলে ফিরতে শুরু করবে।

সারাবাংলা/এজেডএস

এফডিসি ক্যামেরা ভাড়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর