Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমজদের গল্পে নতুন ধারাবাহিক ‘টুইন ভিলেজ’


৬ জুন ২০২১ ১৪:৩১

বৈচিত্রময় এই পৃথিবীতে বিচিত্রময় সব মানুষ। একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল খুঁেজ পাওয়া যায় না। চিন্তা ভাবনার সাথেও রয়েছে ব্যাপক পার্থক্য। কিন্তু এর মধ্যে কিছু মানুষের দেখতে একি রকম হয়। যখন কিনা তারা হয় যমজ। এ রকম যমজের দেখা পাওয়াটা সহজ না। কিন্তু টুইন ভিলেজ ধারাবাহিকে উঠে এসেছে এমনই এক গ্রামের গল্প, যেখানে প্রতিটি ঘরে ঘরে যমজ। ছেলে হোক মেয়ে হোক এখানে বহু বছর ধরে অবাক হলেও সত্য যমজ সন্তান জন্ম হচ্ছে। যে কারণে এই গ্রামের নামকরণ হয়েছে টুইন ভিলেজ।

বিজ্ঞাপন

এমনই এক গল্পে নির্মিত হলো নতুন ধারাবাহিক নাটক ‘টুইন ভিলেজ’। আজাদ কালাম ও সুজিত বিশ্বাসের রচনায় এটি পরিচালনা করেছেন আজাদ কালাম। আর এতে অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, শ্যামল মওলা, শশী, সালহা খানম নাদিয়া, আরফান আহমেদ, সিদ্দিকুর রহমান, চিত্রলেখা গুহ, রহমত আলী, শামীমা নাজনীন, প্রাণ রায়, মম মোর্শেদ, এ্যানি খান, পুনম জুঁই, দীপান্বিতা, সুজিত বিশ্বাস প্রমুখ।

নতুন ধারাবাহিক নাটক ‘টুইন ভিলেজ’ প্রচারিত হবে ৮ জুন থেকে প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ১০টায় আরটিভিতে।

‘টুইন ভিলেজ’ আরটিভি ধারাবাহিক নাটক নতুন ধারাবাহিক ‘টুইন ভিলেজ’

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর