Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্ডিয়ান আইডল নিয়ে বিস্ফোরক সুনিধি চৌহান


৩১ মে ২০২১ ১৭:৩৮

ভারতীয় একটি হিন্দি টিভি চ্যানেলে অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান আইডল ১২’ নিয়ে বিতর্কের আগুন যেন নেভার নামই নিচ্ছে না। প্রথমে প্রতিযোগীদের গান অপছন্দ হওয়া নিয়ে মন্তব‍্য করে বিষ্ফোরণ ঘটিয়েছিলেন কিশোর কুমার পুত্র অমিত কুমার। এরপর শো থেকে এক প্রতিযোগীকে আউট করে দেওয়ার দাবি জানালেন দর্শকরা। এমনকী, কাঠগড়ায় তোলা হয়েছিল শো-এর নির্মাতা ও তিন বিচারককেও। এবার এই রিয়ালিটি শো নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান।

বিজ্ঞাপন

একটা সময় ইন্ডিয়ান আইডলের বিচারকের আসন অলঙ্কৃত করেছেন এই গায়িকা। ইন্ডিয়ান আইডল-এর পঞ্চম ও ষষ্ঠ সিজনে বিচারকের আসনে দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ‘নির্মাতারা যা চাইতেন তেমনটাই করতে হত’। নিজের মতো করে প্রতিযোগিদের নিয়ে মতামত দিতে পারতেন না। আর সেই কারনেই এই রিয়ালিটি শো-এর বিচারকের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনিধি জানান, ‘এমনটা নয় যে সকলের প্রশংসা করতে বলা হত। কিন্তু হ্যাঁ, আমাদের প্রশংসা করতে বলা হত। সেটাই বেসিক কারণ ছিল যে আমি আর শো-টার অংশ হিসাবে থাকতে পারলাম না। তারা (নির্মাতা) যা বলবেন তেমনটা করা আমার পক্ষে সম্ভবপর নয়। সেই কারণেই আজকের দিনে দাঁড়িয়ে আমি কোনও রিয়ালিটি শো-এরই বিচারক নই।’

সুনিধি চৌহান

সুনিধি চৌহান

কী কারণে নির্মাতারা এমনটা করে থাকেন, সেই সম্পর্কে জানতে চাওয়া হলে সুনিধি বলেন, ‘হয়ত মনযোগ টানবার জন্য, দর্শকদের আকর্ষিত করতে বা দর্শক যাতে চুম্বকের মতো টেলিভিশন সেটের সঙ্গে আটকে থাকে, তার জন্যই এমনটা করা হয়। আমার ধারণা এটা হয়ত ওনাদের জন্য ভালো ফল এনে দেয়।’

এই বিতর্কের শুরু চলতি মাসের গোড়ার দিতে অমিত কুমারের এক সাক্ষাৎকার ঘিরে। দিন কয়েক আগেই ইন্ডিয়ান আইডলের এক এপিসোডে কিশোর কুমারকে শ্রদ্ধার্ঘ জানানো হয়। সেই এপিসোডের অতিথি বিচারক ছিলেন অমিত কুমার। কিশোর পুত্র পরবর্তীতে এক সাক্ষাৎকারে জানান, টাকার জন্যই এই শোয়ের অতিথি বিচারক হতে রাজি হয়েছিলেন তিনি, এবং শ্যুটিং শুরুর আগেই তাকে সকল প্রতিযোগীর প্রশংসা করতে বলা হয়েছিল।

বিজ্ঞাপন

ইন্ডিয়ান আইডল ১২ সুনিধি চৌহান

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর