Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুলতান সুলেমান’ দেখা যাবে ইউটিউবে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩১ মে ২০২১ ১৫:২৫

তুরস্কের নির্মিত সিরিয়াল ‘সুলতান সুলেমান’। এটি দিয়ে ২০১৫ সালের ১৮ নভেম্বর যাত্রা শুরু করেছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত। চ্যানেলটিতে আগামী ১ জুন থেকে সিরিয়ালটি আবার প্রচার শুরু হচ্ছে। একই সঙ্গে তাদের ইউটিউব চ্যানেলেও এটি দেখা যাবে।

এখন থেকে প্রতিদিন রাত ১০টায় দীপ্ত টিভিতে এবং রাত ১১টায় ইউটিউবে দেখা যাবে ‘সুলতান সুলেমান’।

প্রায় সাতশ বছর ধরে তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবী জুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। ক্ষমতার টানাপোড়েনে অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তরালে কাহিনি নিয়ে নির্মিত হয়েছে এই মেগা-সিরিয়াল।
এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে, এক সাধারণ দাসীর সম্রাজ্ঞী হয়ে ওঠার কাহিনি। যার প্রতিদ্বন্দ্বী ছিলেন সুলেমানের প্রথম প্রেম মাহিদেভ্রান সুলতান, সুলেমানের মা আয়েশা হাফসা সুলতানা, সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তীতে সাম্রাজ্যের প্রধান উজির ইব্রাহিম পাশা।

সারাবাংলা/এজেডএস

সুলতান সুলেমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর