Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান দুর্ঘটনায় নিহত হলিউডের ‘টারজান’


৩১ মে ২০২১ ১৩:৩৩ | আপডেট: ৩১ মে ২০২১ ১৩:৩৫

ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ‘টারজান’ ছবি খ্যাত হলিউড তারকা জো লারা। একটি চাটার্ড বিমানে সস্ত্রীক ওই বিমানে ছিলেন হলিউডের টারজান। শনিবার (৩০ মে) সকাল ১১টায় এক বিমান দুর্ঘটনায় তার সঙ্গে থাকা স্ত্রী ও আরও সাত যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ফ্লোরিডার পাল্ম বীচ থেকে রওনা দিয়েছিল ওই চাটার্ড বিমান। আমেরিকার নেশভাইল শহরের এক হ্রদে যাত্রী সহ ভেঙে পড়ে সেটি।

টারজান’ ছবি খ্যাত হলিউড তারকা জো লারা

টারজান’ ছবি খ্যাত হলিউড তারকা জো লারা

জানা গিয়েছে, নেশভাইল শহরের কাছেই পার্শি প্রেইস্ট হ্রদে ভেঙে পড়ার পর ডুবে যায় ওই চাটার্ড বিমানটি। ফেডেরাল অসামরিক বিমানবাহিনীর পক্ষ থেকে ঘটনার সত্যতা জানিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। গভীর রাতেই ওই হ্রদে উদ্ধারকাজ চালু হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান জানান, শুধুমাত্র দেহগুলি উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। কেউ বেঁচে নেই বলেই অনুমান তাদের।

বিজ্ঞাপন

২০১৮ সালে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন হলিউডের জনপ্রিয় অভিনেতা জো লারা। তার দুই সন্তান রয়েছে। লারার স্ত্রী একজন ডায়েটেশিয়ান। রিল লাইফের টারজানের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে হলিউড ইন্ডাস্ট্রিতে।

জো লারা টারজান বিমান দুর্ঘটনায় নিহত হলিউডের ‘টারজান’ হলিউড অভিনেতা

বিজ্ঞাপন

লজ্জার হারে বিধ্বস্ত আনচেলত্তি
১৩ জানুয়ারি ২০২৫ ১৩:১০

আরো

সম্পর্কিত খবর