Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাধে’ ছবির সমালোচনায় সালমানের বাবা


২৯ মে ২০২১ ১৩:৫৪

‘রাধে’ হয়েই বক্স অফিসে ফিরেছেন বলিউডের ভাইজান সালমান খান। গেলো ঈদে অর্থাৎ ১৩ মে মুক্তি পেয়েছে সালমানের বহু প্রতীক্ষীত ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। কিন্তু মুক্তির প্রথম দিন থেকেই বিতর্কে ছিল সালমানের এই ছবি। ছবির মান ঘিরে বিভিন্ন জায়গায় তীব্র সমালোচিত হয়েছে। পড়েছে ছবির রেটিংও। যা নিয়ে একেকসময় ক্ষোভ প্রকাশ করেছেন সালমান স্বয়ং। বলা যায়, ফিল্ম সমালোচকদের থেকে শুরু করে দর্শকদের একাংশ মোটেই খুশি হননি এই ছবি দেখে। এবার ‘রাধে’ নিয়ে সমালোচনা এল ‘ভাইজান’-এর পরিবারের অন্দর থেকেই। সদ্য এই ছবি নিয়ে সমালোচনায় মুখর হলেন সালমানের বাবা বলিউডের কিংবদন্তী চিত্রনাট্যকার সেলিম খান স্বয়ং। আর এক্ষেত্রে তার মন্তব্যের মূল্য তো রয়েছেই।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমে সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে সেলিম খান জানিয়েছেন ‘রাধে’ ছবিটি মোটেই তেমন পছন্দ হয়নি তার। সেই সাক্ষাৎকারে সেলিম আরও জানান যে সালমান অভিনীত ‘দাবাং ৩’ অন্যান্য ছবির থেকে বেশ আলাদা ছিল। ‘বজরঙ্গি ভাইজান’ তো শুধু ভালোই নয়, সম্পূর্ণ অন্য ধরণের একটা ছবি। কিন্তু ছবি হিসেবে ‘রাধে’ মোটেই দারুণ কিছু নয়। তার কথায়, ‘কর্মাশিয়াল ছবির একটা দায় থাকে। সকলে যাতে পয়সা ফেরত পান, সে দায়িত্ব থাকে। শিল্পী, প্রযোজক, ডিস্ট্রিবিউটর, এক্সিবিটর, শেয়ারের প্রত্যেক অংশীদারের টাকা ফেরত পাওয়া উচিত। তবেই তো সিনেমা তৈরির ব্যবসা চলবে। সেদিক দিয়ে দেখতে গেলে সালমান সফল, কিন্তু এছাড়া আর কোন ক্ষেত্রেই আহামরি কিছু নয় রাধে।’

সেলিম খান ও সালমান খান

সেলিম খান ও সালমান খান

সমালোচনার পাশাপাশি তিনি এও জানান যে এক্ষেত্রে সালমানের তেমন দোষ নেই কারণ বর্তমানে ইন্ডাস্ট্রিতে ভালো গল্পকার এবং চিত্রনাট্যকারের বড়ই অভাব। সেলিমের আক্ষেপ, ‘আজকালকার চিত্রনাট্যকাররা কেউই আর তেমন হিন্দি এবং উর্দু ভাষার সাহিত্য নিয়ে চর্চা করেন না। বাইরে থেকে অন্য কিছু একটা দেখে লেখা শুরু করে দেন তারা।’ বক্তব্য শেষে তার সংযোজন, ‘জঞ্জির’ ভারতীয় সিনেমার একটা মাইলফলক। ওই ছবি মুক্তির পর তৎকালীন সময়ের সিনেমাকে নতুন দিশা দেখিয়েছিল সেই ছবি। তারপর অবশ্য এত বছর পরেও ইন্ডাস্ট্রি সেলিম-জাভেদ জুটির কোনও বিকল্প খুঁজে পায়নি।

‘রাধে’ ছবির সমালোচনা সালমান খান সেলিম খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর