Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার ব্যাচেলরকে নিয়ে অমি’র ‘ঠান্ডা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ মে ২০২১ ১৬:৩৯ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:০০

কনটেন্টের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবালে আসছে জিফাইভ অরিজিনাল ‘ঠান্ডা’। কাজল আরেফিন অমি পরিচালিত ‘ঠান্ডা’ একটি ফিকশনাল কমেডি ফিল্ম। ঢাকায় বসবাসরত চার ব্যাচেলরের জীবনধারা নিয়ে আবর্তিত হয়েছে এর কাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিল্মটির একটি পোস্টার উন্মোচন করা হয়েছে।

বিনামূল্যে ‘ঠান্ডা’ উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা। আধুনিক জীবনধারায় ব্যাচেলর জীবনের হাসি-আনন্দ ফুটে উঠেছে ‘ঠান্ডা’র ফ্রেমে। ফিল্মটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চার মুখ- চাষী আলম, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল ও মিশু সাব্বির। তাদের ব্যক্তিত্বের বৈপরীত্যে হাস্যরসে ভরে উঠেছে কাহিনী।

বিজ্ঞাপন

জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “আমাদের বিশাল কনটেন্ট ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করতে স্থানীয় বাংলা অরিজিনালের এক সম্ভার গড়ে তুলছি আমরা। সেই সম্ভারে ‘ঠান্ডা’ যোগ করতে পেরে আমরা আনন্দিত। এটি পুরোপুরি একটি বিনোদনমূলক ফিল্ম; এখানে মজার সব ঘটনা এবং হাসির খোরাক পাবেন দর্শকরা।”

সারাবাংলা/এজেডএস

কাজল আরেফিন অমি ঠান্ডা

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর