Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও অপর্ণার ছবিতে কঙ্কনা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ মে ২০২১ ১৫:১৭

মায়ের পরিচালনায় বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন কঙ্কনা সেন। মাঝে প্রায় পাঁচ বছর মা অপর্ণা সেনের পরিচালনায় কোন ছবিতে অভিনয় করেননি তিনি। তবে আবার তারা দুজন আবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম ‘দ্য রেপিস্ট’।

কঙ্কনার পাশাপাশি ছবিটিতে অভিনয় করবেন অর্জুন রামপাল ও তন্ময় ধানানিয়াকে।

একটি ভয়াবহ ঘটনায় একে অপরের সান্নিধ্যে আসে ছবির প্রধান তিন চরিত্র। অন্ধকার জগত এবং অপরাধ দুনিয়ার অলিগলির নানান গল্প থাকবে এই সিনেমার প্রতিটি পরতে। কীভাবে কোনও ব্যক্তিকে লক্ষ্যবস্তু করে তাকে মানসিক যন্ত্রণার মধ্যে নিয়ে আসা হয়, সে গ্লপও এখানে বলা হবে।

শুধু তাই নয়, একজন অপরাধীর মুখোশ খোলাও এ গল্পের অনুসন্ধান সূত্র। সবচেয়ে বড় যে বিষয়টি হল, যখন সত্য জীবনের দরজায় কড়া নাড়ে সেই প্রেক্ষাপটে চরিত্রের অনাবিল রূপ বদলেও আলোকপাত করা হয়েছে গল্পে।

ইতোমধ্যে দিল্লিতে শেষ হয়েছে অর্জুন রামপালের অংশের শুটিং। সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে অপর্ণা সেনকে ধন্যবাদ দিয়েছেন অভিনেতা।

সারাবাংলা/এজেডএস

অপর্ণা সেন কঙ্কনা সেন দ্য রেপিস্ট