Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘একটা চাদর হবে’ থেকে ‘আতর গোলাপ জল’, মাঝে একযুগ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৭ মে ২০২১ ১৩:৫৯

২০০২ সাল। প্রকাশ পেল ‘একটা চাদর হবে’ শিরোনামের অ্যালবাম। প্রকাশের পরই হৈচৈ ফেলে দিলো শ্রোতা মহলে। নিজের আলাদা গায়কী আর ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে কোটি শ্রোতার মন জয় করে নিলেন জেনস্ সুমন।

‘একটা চাদর হবে’ গানটির সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে একটি নাম। যে নাম মানেই কোটি প্রাণের সুখ-দুঃখ, প্রেম ও অনুভূতির ধারক-বাহক। কোটি কোটি ভক্ত তার কথা ও সুরে আশ্রয় খুঁজে নেয় যাপিত জীবনের কঠোরতা থেকে একটু জ্যোৎস্নার আবেশ। তিনি কথার আবেগী জাদুকর, বাংলা গানের অন্যতম কারিগর তিনি ইথুন বাবু। ‘একটা চাদর হবে’ অ্যালবামের ১২টি গানেরই কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছিলেন ইথুন বাবু।

বিজ্ঞাপন

এরপর কেটে গেছে এক যুগ। কাজ করা হয়নি ইথুন বাবু এবং সুমনের। দীর্ঘ ১২ বছর পর এই জুটি নিয়ে আসলেন তাদের নতুন গান ‘আতর গোলাপ জল’।

‘আমার জন্য সাদা কাপড়ের একটা চাদর নেবে/ শেষ বিদায়ে ঐ চাদরে আতর গোলাপ জল ছিটিয়ে দেবে’ এমন কথা মালায় এবারের গানটি সাজিয়েছেন ইথুন বাবু। তাতে দিয়েছেন সুর ও সঙ্গীত। সম্প্রতি ইবি মিউজিক টিভির ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘আতর গোলাপ জল’।

ইথুন বাবু জানালেন, ১২ বছর পর জেনস্ সুমনের জন্য গান করলাম।  ‘ইসরাইলের তান্ডব আজ বিশ্বকেও গলিত শিলাস্তরের কম্পন বিচ্যুতির দিকে ধাবিত করছে। যা বিশ্ববাসী মেনে নিতে পারছে না। আমরা নিরুপায়, উচ্চপদস্থ দেশ তাদের পক্ষে। শিশু মৃত্যুসহ মানুষের মৃত্যু কেএফসি চিকেন তন্দুরির মতো! কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছিল মাথার ভিতরে। সেসব কথাই গানটিতে তুলে ধরা হয়েছে। সুমনের জন্য শুভ কামনা।’

দীর্ঘ ১২ বছর পর ইথুন বাবুর কথা সুরে গান আবার গান গাইতে পেরে উচ্ছ্বসিত জেনস্ সুমন জানালেন, বাবু ভাই মানে এক আধ্যাত্বিক ক্ষমতার অধিকারী। আমি অন্তত এটা মনে করি। আমি আমার সাধ্য মত গাইবার চেষ্টা করেছি বাকিটা শ্রোতারা গানটি শুনেই রায় দিবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আতর গোলাপ জল ইথুন বাবু একটা চাদর হবে জেনস সুমন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর