Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বানশালীর ‘রূপমতী’ দীপিকা


২৫ মে ২০২১ ২০:৩৩

গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, বলিউড ইন্ডাস্ট্রিতে আবার জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান ও সঞ্জয় লীলা বানশালী। ছবির নাম ‘ইজহার’। কিন্তু না! ‘ইজহার’ নয় বরং নিজের বহু বছরের ড্রিম প্রজেক্ট ‘বৈজু বাওরা’ তৈরি করতে চলেছেন পরিচালক-প্রযোজক সঞ্জয় লীলা বানশালী। যাতে অন্যতম মুখ্যভূমিকায় নাকি দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, আপাতত ‘বৈজু বাওরা’ ছবির চিত্রনাট্য লেখা নিয়েই দারুণ ব্যস্ত সঞ্জয় লীলা বানশালী। ইতিমধ্যেই নাকি দীপিকার সঙ্গে কয়েক দফা আলোচনা সেরে ফেলেছেন তিনি। বৈঠকের পর ছবির গল্প ও চিত্রনাট্য নাকি বেশ মনেও ধরেছে অভিনেত্রীর। প্রসঙ্গত, এর আগে বানশালীর নির্দেশনায় ‘রাম লীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবৎ’-এর মতো তিন তিনটি সুপারহিট ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। আর বক্স অফিসে বানশালী-দীপিকা জুটির ম্যাজিকের কথা তো সর্বজনবিদিত।

আরও জানা গেছে, ‘বৈজু বাওরা’ ছবির চিন্তা ভাবনার প্রথম দিন থেকেই দীপিকাকে এই ছবির জন্য মনে মনে ভেবে রেখেছিলেন বানশালী। সবকিছু ঠিকঠাক থাকলে ডাকাত রানী রূপমতীর চরিত্রে দেখা যাবে এই বলি-তারকাকে। তবে এখনও পর্যন্ত কোনও চুক্তি হয়নি। তবে অভিনেত্রী ও পরিচালকের মধ্যে কথাবার্তা যে প্রায় পাকা সেকথাও জানিয়েছেন বানশালী ঘনিষ্ঠ এক সূত্র।

তবে দীপিকা ছাড়া কে কে থাকছেন এই ছবিতে? গত বছর শোনা গিয়েছিল এই ছবিতে ‘বৈজু’-র ভূমিকায় নাকি অভিনয় করবেন রণবীর কাপুর। যদিও এক সাক্ষাৎকারে সেই কথাকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন ওই অভিনেতা। ২০২২-এর মাঝামাঝি সময়ে ফ্লোরে যাওয়ার কথা রয়েছে এই ‘বৈজু বাওরা’-র। ছবিতে যে এক ঝাঁক প্রথম সারির বলিউড তারকাকে দেখা যাবে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে বলিউডে।

বিজ্ঞাপন

দীপিকা পাড়ুকোন বানশালীর ‘রূপমতী’ দীপিকা বৈজু বাওরা সঞ্জয় লীলা বানশালী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর