Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ বছর পর তারা তিন জন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ মে ২০২১ ২০:১৬

নব্বই দশকের টেলিভিশন দর্শকদের নিশ্চয় মনে আছে ‘কেয়া সুপার বিউটি সোপ’-এর বিজ্ঞাপনচিত্রের কথা। যেটির অন্যতম মডেল ছিলেন সাদিয়া ইসলাম মৌ। নির্মাণ করেছিলেন নন্দিত নির্মাতা আফজাল হোসেন। আফজালের বেশিরভাগ বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন মৌ। আর বিজ্ঞাপনগুলোর ক্যামেরায় ছিলেন আরেক বিখ্যাত ব্যক্তি আনোয়ার হোসেন বুলু। তাদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো ছিল। তবে ২৫ বছর হয়ে গেছে তারা তিন জন একসঙ্গে কাজ করছেন না। এত বছর পর তারা এক হলেন।

বিজ্ঞাপন

এ তিন জনকে এক করার কাজটি করেছেন ‘ঘুড্ডি’খ্যাত নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী। আনোয়ার হোসেন বুলুর জন্মদিনে খবরটি জানিয়েছেন আফজাল হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনজনের একটি ছবি শেয়ার করে আফজাল হোসেন বলেন, ‘একসময় আমরা ছিলাম হরিহর আত্মা। বাংলাদেশের বিজ্ঞাপনচিত্র যে টেলিভিশন পর্দা, দর্শকের মন মানসিকতায় বিরাট পরিবর্তন এনে দিতে পেরেছিল, তাতে বিশেষ ভূমিকা ছিল এই আনোয়ার হোসেন বুলু র। টেলিভিশনের বাইরে যখন নাটক নির্মাণ শুরু হয়ে যায়, তখনো ক্যামেরার পেছনে থেকে প্রধান ভূমিকায় আমরা তাকেই দেখি। বুলু ও আমার মাঝখানে মৌ। বিজ্ঞাপনচিত্রে মেয়েদের মনে মডেল হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হওয়ার জন্য এবং মডেলিং পেশা যে মর্যাদা ও গৌরবের হয়ে উঠল- তার প্রধান কৃতিত্ব এই সাদিয়া ইসলাম মৌয়ের।  আমরা বহুকাল পরে তিনজন এক সাথে হয়েছিলাম। সৈয়দ সালাহউদ্দিন জাকী এই তিনকে এক করে নাটক নির্মাণ করছেন। আমি মৌ অভিনয় করছি আর ক্যামেরার পেছনে বুলু- অন্তত পঁচিশ বছর পর এমনটা ঘটেছে, গতকাল।’

সারাবাংলা/এজেডএস

আনোয়ার হোসেন বুলু আফজাল হোসেন সাদিয়া ইসলাম মৌ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর