অসম বন্ধুত্বে আফরান নিশো ও তানভীন সুইটি
২৩ মে ২০২১ ১৮:২৭ | আপডেট: ২৩ মে ২০২১ ১৮:২৯
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত হলো বিশেষ নাটক ‘ধূমকেতু’। কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান ‘আমায় নহে গো, ভালোবাসো মোর গান’ এর অনুপ্রেরণায় নাটকটির নাট্যরূপ করেছেন সারোয়ার রেজা জিমি। পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন- আফরান নিশো, তানভীন সুইটি, নিশা, দিলারা জামান, এ কে আজাদ সেতু প্রমূখ। প্রচারিত হবে মঙ্গলবার (২৫ মে) দুপুর ১২টা ২০ মিনিটে এনটিভিতে।
নাটকের গল্পে ঘটনার শুরু একটা মিউজিক ক্যাফেতে সেখানে গান গায় শুভ আর তার দুই বন্ধুর ব্যান্ডদল লৌহকপাট। মূলত নজরুলের গানের ফিউশন করে তারা। শুভর প্রেমিকা লোপার বিয়ে ঠিক হয়ে যাওয়াকে কেন্দ্র করে শুভ আর লোপার মধ্যে সম্প্রতি বিচ্ছেদ ঘটেছে। এরকম সময়েই এক সন্ধ্যায় মিউজিক ক্যাফেতে ঘটনাচক্রে পরিচয় হয় মধ্যবয়সী পারমিতার। পারমিতা বিবাহিতা, এক সন্তানের মা। বৈবাহিক জীবনে বিভিন্ন জটিলতায় বিপর্যস্ত। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ডিভোর্সের। পরস্পরের এই রকম মানসিক সংকটের মুহুর্তেই এই দুই অসম বয়সী নারী পুরুষের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠে। দু’জনের সম্পর্ক যখন গভীর থেকে গভীরতর হচ্ছে, সে রকম সময় দুটো ঘটনা ঘটে। শুভর জীবনে ফিরে আসতে চায় লোপা। আর নিজের ভুল বুঝতে পেরে পারমিতার কাছে ফিরতে চায় স্বামী।
আফরান নিশো কাজী নজরুল ইসলাম তানভীন সুইটি বিশেষ নাটক ‘ধূমকেতু’