Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহির ডিভোর্সের গুঞ্জন, সত্য মিথ্যা নিয়ে যৌথ বিবৃতি বিকেলে

আহমেদ জামান শিমুল
২৩ মে ২০২১ ১৩:৪৭

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছে গেল রাত থেকে। রবিবার (২৩ মে) রাতে মাহির ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাস থেকে এ গুঞ্জন ছড়িয়ে পড়ে। রবিবার বিকেল ৫টা নাগাদ এ ব্যাপারে সত্য মিথ্যা নিয়ে অফিসিয়ালি দুজনে বিবৃতি দিবেন বলে জানিয়েছেন মাহির স্বামী পারভেজ মাহমুদ অপু।

অপু সারাবাংলাকে বলেন, ‘আমরা এত বছর এক সঙ্গে সংসার করলাম। হুট করে বললেই কি সংসার শেষ হয়ে যায়? ও (মাহি) তো একটু অভিমানী, আমার উপরে একটা বিষয় নিয়ে রাগ করেছে। তারপর যেহেতু একটা স্ট্যাটাসের উপরে সবাই নিউজ করছে তাই আমরা বিকেল ৪ টা থেকে ৫টার এক ব্যাপারে দুজন মিলে একটা বিবৃতি দিব। সেখানে জানা যাবে সত্য মিথ্যা।’

বিজ্ঞাপন

জানা গেছে, ঈদের কিছুদিন আগে মাহি সিলেটে তার শ্বশুরবাড়ি যান। সেখানে একটি বিষয় নিয়ে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে মনোমালিন্য হয়। এতে তিনি রাগ করে রাজশাহী চলে চান। তারপর থেকে দুজনের মধ্যে যোগাযোগ বন্ধ ছিল। এরপরই মাহি রবিবার রাতে হুট করে ফেসবুকে স্ট্যাটাস দেন।

যেখানে তিনি লেখেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যার্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী , বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা । আমাকে মাফ করে দিও । তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো ’

এ স্ট্যাটাসের পর মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করলেও হোয়াটসঅ্যাপে একটি অডিও বার্তা পাঠান। যেখানে তিনি বলেন, আমি আর অপু একসঙ্গে থাকছি না।

বিজ্ঞাপন

তবে পারভেজ মাহমুদ অপু অবশ্য বলেন, ‘চলতি পথে তো কতকিছু নিয়ে ভুল বোঝাবুঝি হয়। আমাদের মধ্যে এখনও ডিভোর্স জাতীয় কোনকিছু হয়নি। তবে কিছুটা মনোমালিন্য হয়েছে।’

২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের পর শুটিং, টিভি অনুষ্ঠান সর্বত্র নিয়ে গেছেন স্বামীকে। বেশ সুখি দম্পতি হিসেবেই দেখা গেছে তাদের। এরপর হুট করে গত বছর একবার তাদের ডিভোর্সের গুঞ্জন ছড়ায়। তখন দুজনেই সারাবাংলার কাছে খবরটি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। বলেন, ‘কারা ছড়াচ্ছে বিচ্ছদের গুঞ্জন!’

সারাবাংলা/এজেডএস

টপ নিউজ পারভেজ মাহমুদ অপু বিচ্ছেদ বিয়ে মাহিয়া মাহি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর