‘ইন্ডিয়ান আইডল ১২’ থেকে শনমুখা প্রিয়াকে বের করে দেওয়ার দাবি
২৩ মে ২০২১ ১৩:৪৪ | আপডেট: ২৩ মে ২০২১ ১৩:৪৫
ভারতীয় একটি হিন্দি টিভি চ্যানেলে অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান আইডল ১২’ নিয়ে বিতর্কের আগুন যেন নেভার নামই নিচ্ছে না। প্রথমে প্রতিযোগীদের গান অপছন্দ হওয়া নিয়ে মন্তব্য করে বিষ্ফোরণ ঘটিয়েছিলেন কিশোর কুমার পুত্র অমিত কুমার। কিশোর কুমার স্পেশাল পর্বে অতিথি বিচারক হিসাবে উপস্থিত ছিলেন তিনি। শোতে প্রতিযোগীদের খুব তারিফ করলেও পরে সম্পূর্ণ বিপরীত মন্তব্য করেন অমিত কুমার। এবার শো থেকে এক প্রতিযোগীকে আউট করে দেওয়ার দাবি জানালেন দর্শকরা। ভাইরাল হল নেটমাধ্যম। এমনকী, কাঠগড়ায় তোলা হল শো-এর নির্মাতা ও তিন বিচারককেও।
প্রতিটা উইকেন্ড যেন একটা একটা করে নতুন বিতর্ক নিয়ে আসছে ‘ইন্ডিয়ান আইডল ১২’-র জন্য। নেট নাগরিকরা তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ তুলে বললেন, কোন প্রতিযোগীকেই কেন গানের শেষে তাদের ভুল ধরে দেওয়া হয় না, শুধু প্রশংসা করা হয়, প্রশ্ন তুলেছেন তা নিয়েও। ‘তাহলে তো এদের আর নতুন কিছু শেখারই দরকার নেই!’, এমনই মত নেটনাগরিদের। সেইসাথে ‘ইন্ডিয়ান আইডল ১২’-র ‘তারকা প্রতিযোগী’ শনমুখা প্রিয়া-র ওপর অসন্তুষ্ট সকলে। শনিবার (২২ মে) সহ-প্রতিযোগী অশ্বীন কুলকার্নি-র সঙ্গে জুটি বেধে ‘হামকো সুরফ প্যায়ার হ্যায়’ গানটি গান তিনি। যা একেবারেই ভালো লাগেনি নেটনাগরিকদের। বরং, তারা মনে করেছেন, ‘দায়িত্ব নিয়ে সব গান নষ্ট করে দেন’ শনমুখা প্রিয়া। আর তাই শো-এর টিআরপি বাঁচাতে চাইলে এখনই তাকে বের করে দেওয়া হোক ‘ইন্ডিয়ান আইডল ১২’ থেকে। এবার এরকম দাবি জানালেন খোদ দর্শকরা।
শনিবার (২২ মে) ‘ইন্ডিয়ান আইডল ১২’য় ছিল সম্প্রতি প্রয়াত সংগীত পরিচালক শ্রাবণ রাঠোর স্পেশ্যাল এপিসোড। শ্রাবণের সঙ্গে ঘনিষ্ট কুমার শানু, অনুরাধা পোডওয়াল, রূপকুমার রাঠোর হাজির ছিলেন বিশেষ অতিথি হিসেবে। নয়ের দশকের সংগীত জগতে আলোড়ন তুলেছিলেন এই ব্যক্তিত্বরা। তাদের সামনেই শনিবার গান গাইতে দেখা যায় প্রতিযোগীদের। এদিনের এপিসোডটিও একেবারেই পছন্দ করেননি তারা। বিশেষ করে শনমুখা প্রিয়ার গান। অন্তত নেটদুনিয়ায় তাদের মন্তব্য সেই ইঙ্গিতই দিচ্ছে!
এর আগে কিশোর কুমার স্পেশ্যাল এপিসোড নিয়ে বহু বিতর্ক হয়েছিল। এমনকী, কিশোর-পুত্র অমিত কুমার দাবি করেছিলেন তিনি শুধু টাকার জন্য সকলের প্রশংসা করেছেন… তার কিছু কিছু গান শুনে ততক্ষণাৎ শো ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা মনে আসছিল।