Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌমাছি গায়ে নিয়ে শুট করলেন অ্যাঞ্জেলিনা জোলি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ মে ২০২১ ১৭:০৬

জীবন্ত মৌমাছি গায়ে নিয়ে বিশেষ ফটোশুট করলেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তার ফটোশুটের একটি ভিডিও শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়। কেউ ভয়ে শিউরে উঠছেন, কেউ আবার তুমুল প্রশংসা করেছেন।

বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে বিশেষ এই ফটোশুটটি করেছেন হলিউড তারকা। মৌমাছি সংরক্ষণের অন্যতম পথিকৃৎ অ্যান্টন ইয়ানসার সম্মানে চলতি বছর ২০ মে পালন করা হয় দিনটি। সেই কারণেই ফটোশুটের মাধ্যমে মৌমাছি সংরক্ষণের বার্তা দিতে চেয়েছেন অভিনেত্রী। রিচার্ড আ্যাভেডনের বিখ্যাত পোট্রেট ‘দ্য বি কিপার’ থেকে অনুপ্রাণিত হয়েই শুটিং করেছেন তিনি।

বিজ্ঞাপন

ফটোশুটের শুটিং ফ্লোরে কড়া নিরাপত্তা ছিল। চিত্রগ্রাহক ড্যান উইন্টারস জানান, অ্যাঞ্জেলিনা বাদে সেটের প্রত্যকেই মৌমাছির হাত থেকে বাঁচার জন্য বিশেষ স্যুট পরে ছিলেন। মৌমাছিরা যাতে বিরক্ত না হয় তার জন্য শুধু ছবি তোলার জায়গা বাদে বাকি সমস্ত জায়গা অন্ধকার করে রাখা হয়েছিল। মৌমাছিরা যাতে হলিউড অভিনেত্রীর দিকে আকর্ষিত হয় তার জন্য ফেরোমন নামের রাসায়নিক ব্যবহার করা হয়েছিল। অ্যাঞ্জেলিনা একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে ছিলেন। তার এই দক্ষতা, সাহস ও ধৈর্য দেখে মুগ্ধ ফটোগ্রাফার ও তার সঙ্গীরা। সেসঙ্গে মুগ্ধ হচ্ছেন তার ভক্ত-অনুরাগীরাও।

সারাবাংলা/এজেডএস

অ্যাঞ্জেলিনা জোলি মৌমাছি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর