Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক রোজিনাকে নিয়ে কোনালের গান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ মে ২০২১ ১৭:০৬

সোমবার (১৭ মে) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনেস্থার শিকার হয়েছেন প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম। তাকে ৫ ঘণ্টা আটকে রাখার পর অফিসিসিয়াল সিক্রেসি অ্যাক্টে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সকালে তাকে কারাগারে প্রেরণের নির্দেশন দেন আদালত। পুরো ঘটনায় বিস্মিত দেশের সচেতন মহল। সব জায়গা থেকেই এর প্রতিবাদ করা হচ্ছে। এবার এর প্রতিবাদ গান করেছেন চ্যানেল আই সেরা কণ্ঠ বিজয়ী শিল্পী কোনাল।

বিজ্ঞাপন

সোমনূর মনির কোনাল মঙ্গলবার নিজের ফেসবুকে ভিডিও আকারে গানটি প্রকাশ করেন। গানটির কথাগুলো হলো-

রোজিনা তুমি জানো না কত আপনজন তোমার পাশে

রোজিনা ভয় পেও না সত্যের সুন্দর জয় আছে

রোজিনা হাল ছেড়ো না তুমিই যে ‘সত্য কন্যা’

লিখবে তুমি ন্যায়ের কথা তোমার কলম থামতে দেবো না

খাঁচায় তুমি কেন বন্দি হলে এর জবাব চাই, দিতে হবে

দেশের দশের ভালো করতে গিয়ে এই কি পুরস্কার তবে!?

বঙ্গবন্ধুর সোনার দেশে দুর্নীতির কোনো স্থান হবে না

শেখ হাসিনার গণতন্ত্রে জয় হবেই হবে তুমি ভেবো না

রোজিনাকে মুক্ত করতে হবে আর একটি কথাও শুনব না।

গানটির নাম দেওয়া হয়েছে ‘সত্যকন্যা রোজিনা’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা-সুরও করেছেন কোনাল নিজেই।

সারাবাংলা/এজেডএস

কোনাল রোজিনা সত্যকন্যা রোজিনা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর