Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলো ‘বিক্ষোভ’-এর টিজার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ মে ২০২১ ১২:৪৮ | আপডেট: ১৫ মে ২০২১ ১২:৪৯

কথা ছিল ‘বিক্ষোভ’ ঈদের দিন মুক্তি পাবে। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণে মুক্তির পরিকল্পনা থেকে সরে এসে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। তবে ঈদের দিন (১৪ মে) প্রকাশ করেছে ছবিটির টিজার।

১ মিনিট ৮ সেকেন্ডের টিজারটি ছিল টানটান উত্তেজনায় ভরপুর। নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের ঘটনাকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ‘বিক্ষোভ’ চলচ্চিত্র। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শান্ত খান। তার সঙ্গে অভিনয় করছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী।

বিজ্ঞাপন

স্টোরি প্লাস প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমা প্রযোজক হিসেবে রয়েছেন পিংকি খান। পরিচালকের গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী।

২০১৯ সালের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গের কলকাতায় চলচ্চিত্রটির চিত্র গ্রহণ শুরু হয়। সেখানে শান্ত খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, জয়দীপ মুখার্জিসহ ৪২ জনের অভিনয়শিল্পীর দল এই চিত্র গ্রহণে অংশ নেন। ওই বছরের ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের মুম্বাইয়ে চলচ্চিত্রটির জন্য সানি লিওনের আইটেম গানের দৃশ্য ধারণ করা হয়। ২০২০ সালের শেষের দিকে চলচ্চিত্রটির কাজ সম্পন্ন হয়।

সারাবাংলা/এজেডএস

বিক্ষোভ শান্ত খান শাপলা মিডিয়া শ্রাবন্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর