Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে জিটিভিতে সালমান শাহ স্পেশাল

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ মে ২০২১ ১৬:৪০ | আপডেট: ১৬ মে ২০২১ ২১:৫৬

বাংলা চলচ্চিত্রের বরপুত্র সালমান শাহ। না ফেরার দেশে চলে যাওয়ার দুই যুগ পরেও তুমুল জনপ্রিয় এ নায়ক। দিন দিন তার ভক্তদের সংখ্যা বেড়েই চলেছে। তাকে নিয়ে এবারের ঈদে বিশেষ আয়োজন করেছে টেলিভিশন চ্যানেল জিটিভি।

জিটিভি সালমান শাহ স্পেশালটির নাম দিয়েছে ‘স্বর্ণালী ছায়াছবি’। এ আয়োজনে চ্যানেলটি ঈদের দিন থেকে সাতদিন চালাবে সালমান শাহ অভিনীত সাতটি ছবি। ছবিটি প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে

বিজ্ঞাপন

ঈদের দিন প্রচারিত হবে ‘স্বপ্নের পৃথিবী’। এতে সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। বাদল খন্দকার পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে।

সালমান ও মৌসুমী অভিনীত ‘স্নেহ’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন। এটি পরিচালনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। এটি মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে।

সালমান শাহেরর মৃত্যুর পরের সপ্তাহেই মুক্তি পেয়েছিল ছটকু আহমেদ পরিচালিত ‘সত্যের মৃত্যু নেই’। শাহনাজ ছিলেন সালমান শাহের বিপরীতে। এটি দেখা যাবে ঈদের তৃতীয় দিন।

ঈদের চতুর্থ দিন প্রচারিত হবে ‘প্রেমযুদ্ধ’। সালমান শাহ ও লিমা জুটির ছবিটি পরিচালনা করেছেন জীবন রহমান।

‘আনন্দ অশ্রু’ সালমান শাহ, শাবনূর ও কঞ্চি অভিনীত ছবিটি প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন। এটি পরিচালনা করেছেন শিবলী সাদিক।

মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’ প্রচার করা হবে ঈদের ষষ্ঠ দিন। এতে সালমান শাহের বিপরীতে আছেন বৃষ্টি।

ঈদের সপ্তম দিন প্রচারিত হবে সালমান শাহ ও শাবনূর জুটির ‘বিচার হবে’। এটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ।

সারাবাংলা/এজেডএস

জিটিভি সালমান শাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর