Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিটা ওরা’র ‘হিমায়িত ডিম’


২৬ নভেম্বর ২০১৭ ১৩:১৬

বিখ্যাত ব্রিটিশ সঙ্গীত শিল্পী ও মডেল রিটা ওরা মাত্র কুড়ি বছর বয়সে তার ডিম সংরক্ষণের জন্য হিমায়িত করেছেন। অস্ট্রেলিয়ার প্রভাতকালীন টিভি শো ‘সানরাইজ’-এ এক সাক্ষাতকার দেওয়ার সময় তিনি এ কথা জানান।

ব্রিটিশ এই সঙ্গীতশিল্পী জানান, তাদের পারিবারিক ডাক্তারই তাকে এত অল্প বয়সে ডিম হিমায়িত করার জন্য পরামর্শ দেন।
রিটা ওরা বলেন, তিনি সব সময় আশা করেন তার একটা বড় পরিবার থাকবে। তিনি আরও জানান, কুড়ি বছর বয়স থেকেই তিনি অনাগত সন্তানদের সম্পর্কে ভাবেন।

বিজ্ঞাপন

ওরা বলেন, তিনি বুঝতেন এ কাজের জন্য সে সময় তার যা বয়স তা যথেষ্ট অল্প ছিল, তবে তিনি বিশ্বাস করতেন, ‘আমাদের যা ক্ষমতা তার সর্বোচ্চ ব্যবহার করা উচিত।’

ডিম সংরক্ষণের ব্যাপারে পারিবারিক ডাক্তার রিটাকে বলেছিলেন ‘তুমি এখন সুস্বাস্থ্যের অধিকারী এবং আমার মনে হয় এটাই উত্তম সময়। কেন তুমি এগুলো সংরক্ষণ করছো না?’

মেডিকেল বিশেষজ্ঞদের মতে, বেশি বয়সের থেকে বরং কম বয়সে ডিম সংরক্ষণ করাটা বেশি কার্যকর। বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে, লন্ডন বিশ্ববিদ্যালয়ে ডাক্তার ও’নিল বলেন, ‘নরীরা যখন ৩০ এ পৌছায়, তখন তাদের ডিমের গুণগত মান কমে যায়। কিন্তু দুঃখজনক ব্যাপার হল, লোকেরা তাদের ডিম হিমায়িত করতে আসেন ৩৫ পার হলে।’

ও’নিল আরও বলেন, ‘হিমায়িতকরণের সুফল হল, আপনার প্রজনন ক্ষমতাকে নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন।’
গত কয়েক বছর ধরে মানুষের ডিম হিমায়িতকরণ জনপ্রিয়তা লাভ করলেও তা এখনো সাধারণ মানুষের হাতের বাইরে রয়েছে এর উচ্চমূল্যের কারণে।

সূত্র: দ্য গার্ডিয়ান

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর