‘ফিরে এলো রূপবান’
১২ মে ২০২১ ১২:৫১ | আপডেট: ১২ মে ২০২১ ১২:৫২
ঈদ উপলক্ষে নির্মিত হলো একক নাটক ‘ফিরে এলো রূপবান’। মাবরুর রশিদ বান্নাহ্-এর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শ্রেয়া সর্বজয়া, ইরেশ যাকের, মীর ফজলে রাব্বি, সাইদ বাবু প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, রূপবান তার ভাই আনিসের বন্ধুদের নিয়ে একটা গ্যাং চালায়। এক রাতে রূপবানের এক ট্রাক মাল নিয়ে গোলাগুলি হয় অন্য একটা গ্যাংয়ের সাথে। হঠাৎ একটা গুলি রূপবানের গায়ে লাগতে গেলে রাম নামের এক লোক এসে তাকে বাঁচায়। তারপর রূপবান রামকে তার ডান হাত হিসেবে রেখে দেয়।
কিছুদিন পর রূপবানের কাছে খবর আসে তার গ্যারেজ মালিক রহমান ভাই গুম হয়। পরদিন সকালবেলা রহমান ভাইয়ের লাশ পাওয়া যায়। এভাবে আস্তে আস্তে রূপবানের আশেপাশের মানুষজন গুম হতে থাকে। একদিন এক ঘটনায় রূপবান বুঝতে পারে আসলে তার আশপাশের মানুষজনকে গুম করে মেরে ফেলছে তারই ডান হাত রাম। এবার রামের সাথে রূপবানের গোলাগুলি হয়। এক পর্যায়ে রূপবানের গায়ে গুলি লাগে। রূপবান রামকে জিজ্ঞেস করে রাম কেন এসব করছে?
একক নাটক ‘ফিরে এলো রূপবান’ প্রচারিত হবে ঈদের দিন রাত ৭টা ৪৫ মিনিটে দেশ টিভিতে।
ইরেশ যাকের ঈদ নাটক দেশ টিভি ফিরে এলো রূপবান মাবরুর রশিদ বান্নাহ্ মীর ফজলে রাব্বি শ্রেয়া সর্বজয়া