Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গায়ের রঙ ফর্সা করতে তরমুজ খাচ্ছেন জাহিদ হাসান!


১০ মে ২০২১ ২০:২১

গফুরের গায়ের রঙ বুড়িগঙ্গার পানির মতো। জুলির ফর্সা।

বুধবার বিকালে নারিন্দা লেন ধরে জুলি আসে। কালো ছেলে গফুরের মনের মধ্যে তখন ১০০ টা গিরিবাজ পল্টি খায়। জুলি খায় তরমুজ। গফুর জানতে চায় জুলি এতো তরমুজ খায় ক্যান? জুলি বলে, তরমুজ খেলে গায়ের রঙ সাদা হয়। কালো ছেলে গফুর এবার তরমুজ খাওয়া শুরু করে। সিদ্ধান্ত নেয় তরমুজ খেয়ে খেয়ে গায়ের রং সাদা বানাবে। তারপর জুলির মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেবে!

বিজ্ঞাপন

তরমুজ কিনতে কিনতে শেষ পর্যন্ত কালো ছেলে গফুর তরমুজের দোকানই দিয়ে বসে। প্রেমিকা জুলিকে খুশি করার জন্য। চতুর প্রেমিকা জুলি তবুও খুশি হয় না। তাইতো নিজের মায়ের পছন্দ করা পাত্রকে বিয়ে করে বসে হঠাৎই। তারপর জামাইকে নিয়ে কিনতে যায় প্রিয় তরমুজ। গফুরের দোকান থেকেই। কালো প্রেমিক গফুর অবাক চোখে প্রেমিকা জুলির চলে যাওয়া দেখে। আর দেখে দোকানে ঝুলে থাকা বড়সড় তরমুজ!

ঈদের বিশেষ নাটক হিসেবে এমনই এক গল্পে নির্মিত হলো একক নাটক ‘গফুর কাকার তরমুজ’। নির্মাতা হিমু আকরাম-এর রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, সানজিদা প্রীতি, ড. এজাজ, শামীমা নাজনীন প্রমুখ।

একক নাটক ‘গফুর কাকার তরমুজ’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ৮টা ৩০মিনিটে আরটিভিতে।

আরটিভি ঈদ নাটক একক নাটক একক নাটক ‘গফুর কাকার তরমুজ’ গফুর কাকার তরমুজ জাহিদ হাসান ড. এজাজ শামীমা নাজনীন সানজিদা প্রীতি হিমু আকরাম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর