Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে কুমার শানু-তারান্নুম আফরীন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ মে ২০২১ ১৫:৪২

উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানু। বলিউড, টালিউডতো বটেই বাংলাদেশেও তুমুল জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। অন্যদিকে সুকণ্ঠী গায়িকা তারান্নুম আফরীন। প্রবাসে থেকেও একের পর গান উপহার দিয়ে যাচ্ছেন। এবার চমক নিয়ে হাজির হচ্ছেন তারান্নুম। গেয়েছেন কুমার শানুর সঙ্গে দ্বৈত গান।

এর আগে আসিফ আকবরসহ আরো অনেকের সঙ্গে গাইলেও এবারই প্রথম তারান্নুম আফরীন একজন আন্তর্জাতিক তারকার সঙ্গে দ্বৈত গান গাইলেন। গানের শিরোনাম ‘ভালো আছি ভালোবেসে’। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজন সাহা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন সুস্মিতা সিনহা ও তুহিন চৌধুরী।

বিজ্ঞাপন

কণ্ঠশিল্পী তারান্নুম আফরীন, বলেন এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। কুমার শানুর মতো কিংবদন্তি শিল্পীর সঙ্গে দ্বৈত গান গাইতে পেরেছি। আমি ছোট বেলা থেকেই উনার গানের ভক্ত। উনার সঙ্গে গাইতে পেরে সম্মানিত বোধ করছি।

ঈদ-উল ফিতর উপলক্ষে ‘ভালো আছি ভালোবেসে’ ইউটিউবে অবমুক্ত হবে জানিয়েছেন তারান্নুম আফরীন।

সারাবাংলা/এজেডএস

কুমার শানু তারান্নুম আফরীন ভালো আছি ভালোবেসে

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর