Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেকার যুবকের গল্পে তানজিন তিশা ও জোভান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ মে ২০২১ ১৩:৪৮

এদেশে বহু যুবক পড়াশোনা শেষ করে হতাশায় ভুগে চাকরি না পেয়ে। ভালো কোন চাকরি না পাওয়ার আগে কেউ যদি ভিন্ন কোন পেশায় যায় তাহলে তাকে শুনতে হয় নানা কথা। এমনই গল্পে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘গ্র্যাজুয়েট হকার’।

নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম। রচনা করেছেন চয়ন দেব। অভিনয় করেছেন তানজিন তিশা, ফারহান আহমেদ জোভান, খলিলুর রহমান কাদেরী, মৌসুমী মৌ প্রমুখ।

‘গ্র্যাজুয়েট হকার’-এর গল্পে দেখা যাবে, মো: আব্দুল কবির একজন শিক্ষিত বেকার যুবক। জামাল নামে একজনের সাথে রুম ভাড়া নিয়ে থাকে। বেকার যুবকের জীবন কতটা দুঃসহ, কঠিন হাড়ে হাড়ে টের পাচ্ছিল কবির। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর শহরের বড় বড় কোম্পানির ধারে ধারে ঘুরছিল। কিছুই তার কপালে চাকরী জুটে না। শেষমেষ বাধ্য হয়ে সে পত্রিকা অফিসেরর খবরের কাগজ বিক্রি করার কাজ জুটিয়ে নেয়। আর সব কিছুই ছিল প্রেমিকা নীলার অজান্তে। পত্রিকা বিক্রির চাকরিটা নেয়ার পর থেকেই কবির নীলাকে মিথ্যা আশ্বাস দিয়ে আসছিল। নীলা ভুল জানতো কবির কোন একটা ছোট খাটো কোম্পানি চাকরি করতেছে। নীলার সাথে কবির যখন দেখা করতো খুব ফিটফাট একজন চাকরিজীবীদের মত পেশাদার মানুষ হিসেবে উপস্থাপন করতো নিজেকে। আর পত্রিকা বিক্রির বেলা ছিল তার ভিন্ন রূপ। ভিন্ন পোশাকে?

বাইসাইকেল চালিয়ে পেছনের সীটে পত্রিকার বান্ডিল মানে খবরের কাগজ ডেলিভারী দেয় কবির বাসায় বাসায়। একটা খাকি পোশাক গায়ে পড়ে প্রতিদিন পত্রিকা বিলি করে। প্রথমে কাজটা করতে তার খুব লজ্জা লাগতো ,কিন্তু পরে কাজটা সে মানিয়ে নেয়। কবির যে এলাকায় বাসায় বাসায় পত্রিকা ডেলিভারী দেয়, সেই এলাকায় নীলার খালার বাসা। সে জানতো না এবং চিনতোও না। নীলাও কোনদিন খালা সর্ম্পকে ওর সাথে শেয়ার করেনি। নীলার খালার বাসায় কবির প্রতিদিন পত্রিকা দেয়? সেখান থেকেই সূত্রপাত ভাঙ্গনের খেলার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

গ্র্যাজুয়েট হকার তানজিন তিশা ফারহান আহমেদ জোভান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর