Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেলে দেহ দান করলেন ‘ফালতু’ চঞ্চল চৌধুরী


৮ মে ২০২১ ১৮:৫৫

জন্মসূত্রে নাম ছিলো আলতাফ হোসেন। দাদী আদর করে ডাকতো আলতু বলে। বয়স বাড়ার সাথে সাথে কে আলতুকে ‘ফালতু’ বলে সম্বোধন করেছিলো সে ইতিহাস জানা না গেলেও বর্তমানে ঐ ফালতু নামের নিচেই চাপা পরে গেছে। আলতাফের বৈশিষ্টই হচ্ছে গ্রামের যে কোন ঘটনায় সে সবার আগে ঘটনাস্থলে উপস্থিত হবে এবং নিজ দায়িত্বে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। লেখাপড়ার দৌড় তেমন নেই আলতাফের। তবে সব সময় তার কাছে একটা ইংরেজি পত্রিকা থাকে। এ নিয়ে স্ত্রীর সাথে তার প্রতিদিন ঝামেলা হয়-তবে গায়ে মাখে না। নিজেকে সে একজন পরামর্শক দাবী করে। এই আলতাফ হোসেন হঠাৎ একদিন একটা বড় ফালতু ঘটনা ঘটিয়ে ফেলে। তার মৃত্যুর পর তার দেহটি মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষার কাজে ব্যবহারের জন্যে দান করার ঘোষণা দিয়ে।

বিজ্ঞাপন

এমনই এক গল্পে নির্মিত হলো ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, নাদিয়া মীম, প্রাণ রায়, শিরিন আলম, মাসুদ রানা মিঠু, সোহানা শারমিন প্রমূখ।

‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’ প্রচারিত হবে ঈদের সাতদিন রাত ৯টায় এনটিভিতে।

আ খ ম হাসান ঈদ নাটক এনটিভি এনটিভির একক নাটক চঞ্চল চৌধুরী নাদিয়া আহমেদ নাদিয়া মীম প্রাণ রায় বৃন্দাবন দাস শাহনাজ খুশী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর