বিজেপির টাকায় ‘ফুর্তি’ করেছেন টলিউডের নায়িকারা!
৫ মে ২০২১ ২০:৪০ | আপডেট: ৫ মে ২০২১ ২১:০৫
সম্প্রতি অনুষ্ঠিত ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের মতো জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এবারের নির্বাচনে সবার নজর ছিল টলিউডের তারকাদের দিকে। যারা ভোটের আগে কেউ যোগ দিয়েছিলেন তৃণমূলে, কেউ বিজেপিতে। যার ফলে লড়াইটা ছিল তারকা বনাম তারকা। ভোট শেষে দেখা গেল, বিজেপির মাত্র দু’জন তারকা প্রার্থী জয় পেয়েছেন এবারের নির্বাচনে। বরঞ্চ পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছেন বিজেপি একাধিক সেলিব্রিটি ক্যান্ডিডেট। ব্যতিক্রম শুধু টলিউড তারকা হিরণ আর ছোট পর্দার অভিনেত্রী অগ্নিমিত্রা পাল। ভোটের ময়দানে শোচনীয় হারের মুখে পড়েছেন বিজেপির তারকা প্রার্থী টলিউড নায়িকা শ্রাবন্তী, পায়েল, পার্নো ও তনুশ্রী। এই নিয়েই খোদ বিজেপি নেতা তথাগত রায়ের কটাক্ষের মুখে পড়েন এই টলি নায়িকারা।
মঙ্গলবার (৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপি তারকা প্রার্থীদের নিয়ে এক বিতর্কিত পোস্ট দেন বিজেপি নেতা ত্রিপুরা এবং মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। যে পোস্টে বিজেপির ‘হেরে ভূত’ তারকা পায়েল, শ্রাবন্তী, তনুশ্রীদের নাম নিয়ে তাদের ‘নগরীর নটী’ বলে কটাক্ষ করেন তথাগত। তার দাবি, তারা (নায়িকারা) নাকি ‘ভোটের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন’। তিনি লেখেন- ‘পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?’
এদিকে, দিনভর এই নিয়ে চুপ থাকবার পর অবশেষে ক্ষোভ জানালেন বিজেপির তারকা প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী। তথাগত রায়কে নায়িকার পাল্টা প্রশ্ন, ‘আপনার কাছে কি প্রমাণ আছে, আমরা ভোটের টাকায় বেড়িয়েছি বা কেলি করেছি! যদি থাকে, তা হলে প্রমাণ দিয়ে তবেই কথা বলুন।’
তথাগত রায়ের এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন টলিউডের আরেক নায়িকা পায়েল সরকার। বিনীত কিন্তু স্পষ্ট ভাষায় জানালেন, ‘এক দিনেই কেউ রাজনীতিবিদ হয়ে যায় না। তথাগত রায়ও হননি।’ পাশাপাশি তিনি স্বীকার করে নিয়েছেন এর আগে কোনও দিন তিনি রাজনীতির আঙিনায় প্রত্যক্ষ ভাবে পা রাখেননি। তবে তার দাবি, ‘অভিনয় পেশা হলে রাজনীতি আমার নেশা। তাই বিজেপির হাত ধরে রাজনীতিতে আসা।’ পায়েলের মতে, বিজেপি শীর্ষ নেতৃত্ব সেটা বুঝেছিলেন বলেই তার প্রতি ভরসা রেখেছিলেন। এবং জেতার জন্য তিনিও মরিয়া ছিলেন।
এদিকে, বিজেপির আরেক তারকা প্রার্থী তনুশ্রী স্মরণ করেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও প্রয়াত সুষমা স্বরাজকে। প্রশ্ন ছুড়েছেন তথাগত রায়ের উদ্দেশ্যে, ‘সুষমাজি, স্মৃতিজিও তো এই দলেই ছিলেন বা আছেন। তারা অনেক কাজ করেছেন। তাদেরকেও কি এ ভাবেই কটাক্ষ শুনতে হয়েছে?’ তার দাবি, এমন উক্তির মধ্যে দিয়ে বিজেপির প্রবীণ নেতা ভারতের সমস্ত নারীকে অপমান করলেন। অথচ, দল কিন্তু নারীশক্তিকে আলাদা সম্মান দেয়। পাশাপাশি তার ক্ষোভ, ‘পরাজিত হলেও আমরা এখনো দলীয় সদস্য। সেই দলের এক নেতার থেকে এই ধরনের মন্তব্য সত্যিই আমাদের ৩ জনকে শুধু অপমানিতই করেনি, আহতও করেছে। আমি ব্যক্তিগত ভাবে এখনও বিজেপি-র মতাদর্শকে সম্মান করি। মনে করি, দল নীতিগত দিক থেকে এখনও বিচ্যুত হয়নি।’
তথাগতর কটাক্ষ নিয়ে মুখ খুলেছেন শ্রাবন্তী-পায়েলদের সহকর্মী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহানও। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি বিজেপি নারীর প্রধান শত্রু। এই দল কখনোই নারীকে সম্মান করতে পারেনি, পারবেও না। নারীদের ওরা এ ভাবেই দেখে।’
উল্লেখ্য, ভোট চলাকালানীই দোলের দিন এক সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে গঙ্গাবক্ষে তৃণমূল নেতা মদন মিত্রর সঙ্গে খোশমেজাজে একফ্রেমে বন্দি হয়েছিলেন বিজেপির তিন তারকা প্রার্থী শ্রাবন্তী, পায়েল ও তনুশ্রী। সেই নিয়েও এদিন খোঁচা দেন তথাগত।
তথাগত রায় তনুশ্রী চক্রবর্তী পশ্চিমবঙ্গ নির্বাচন পায়েল সরকার পার্ণো মিত্র বিজেপি প্রার্থী বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জী