পশ্চিমবঙ্গ নির্বাচনের জয় পরাজয়ে টলিউড তারকারা
৩ মে ২০২১ ১৩:৪৯ | আপডেট: ৪ মে ২০২১ ১২:০৯
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যটিতে ২৯৪টি আসনের মধ্যে ২০৯টি জয় পেয়েছে দলটি। তবে এবারের নির্বাচনে সবার নজর ছিল টলিউডের তারকাদের দিকে। যারা ভোটের আগে কেউ যোগ দিয়েছিলেন তৃণমূলে, কেউ বিজেপিতে। যার ফলে লড়াইটা ছিল তারকা বনাম তারকা। ভোট শেষে দেখা গেল, জয়ের তালিকায় তৃনমূল প্রার্থীর সংখ্যাই বেশি। বিজেপির দু’জন তারকা প্রার্থী জয় পেয়েছেন এবারের নির্বাচনে। সেই সাথে পরাজয়ের তিক্ত স্বাদও পেয়েছেন দুই দলের একাধিক সেলিব্রিটি ক্যান্ডিডেট।
নির্বাচন শেষে যে ফলাফল বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে, তৃনমূলের প্রার্থীদের মধ্যে পশ্চিমবঙ্গের বারাসত কেন্দ্রে এবার হ্যাটট্রিক করলেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। এর আগেও দুইটি নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। ওদিকে টলিউডের সফল পরিচালক রাজ চক্রবর্তী তৃনমূলের হয়ে প্রার্থী ছিলেন বারাকপুরে। এই আসনে জয়ী হয়ে বাজিমাত করলেন তিনিও। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে জিতেছেন টলিউড তারকা সোহম চক্রবর্তী। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে জিতে গিয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। মেদিনীপুর কেন্দ্রে জয়ী তৃণমূলের তারকাপ্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। একই সাথে প্রথমবার সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েই জয়ের স্বাদ পেলেন সারেগামাপা খ্যাত সংগীতশিল্পী অদিতি মুন্সি ও ছোট পর্দার অভিনেত্রী লাভলি মৈত্র। কিন্তু দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার করেও হারতে হল অভিনেত্রী সায়নী ঘোষকে। একইসাথে পরাজয়ের মুখ দেখেছেন টলিউডের দুই নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও কৌশানি মুখোপাধ্যায়।
এদিকে, বিজেপি থেকেও প্রার্থী হয়েছিলেন টলিপাড়ার একাধিক তারকা। এদের মধ্যে জয়ের মুখ দেখেছেন মাত্র দুই জন- টলিউড তারকা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় এবং ছোট পর্দার অভিনেত্রী অগ্নিমিত্রা পাল। তবে পরাজয়ের স্বাদ পেয়েছেন বিজেপি প্রার্থী টলিউডের একাধিক হেভিওয়েট তারকা। এদের মধ্যে রয়েছেন- অভিনেতা রুদ্রনীল ঘোষ, সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়, টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী, যশ দাশগুপ্ত, পার্ণো মিত্র, অঞ্জনা বসু, লকেট চট্টোপাধ্যায় ও পাপিয়া অধিকারী।
জয়-পরাজয়ে টলিউড তারকারা টলিউড ইন্ডাস্ট্রি টলিউড তারকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন