Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিলাসবহুল হ্যারিয়ার কিনলেন মাহি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ এপ্রিল ২০২১ ১৫:০০

বিশ্বের অন্য ইন্ডাস্ট্রির নায়ক-নায়িকাদের মধ্যে গাড়ি বিলাসিতা দেখা গেলেও আমাদের দেশে খুব একটা দেখা যায়নি। তবে ইদানিংকালে দেশের শীর্ষ নায়িকারা একের পর এক বিলাসবহুল গাড়ি কিনছেন। সে তালিকায় এবার যুক্ত হলেন মাহিয়া মাহি।

সম্প্রতি তিনি তার ফেসবুক ফ্যান পেইজে গাড়িটি নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে জানান, তিনি গাড়িটি কিনেছেন তার এক স্কুল বন্ধুর গাড়ির শো রুম থেকে। বনানীতে অবস্থিত শোরুমটির নাম ক্রসরোড মটরস। গাড়ির ব্র্যান্ড টয়োটা হ্যারিয়ার। ২০১৫ সালের অ্যালভ্যান্স প্রিমিয়ার মডেল এটি।

বিজ্ঞাপন

মাহিয়া মাহি না বললেও গাড়ির বিভিন্ন শো রুমের সঙ্গে কথা বলে জানা গেছে, গাড়িটির বর্তমান বাজার মূল্য ৫৭ লাখ থেকে ৬০ লাখ টাকা।

এছাড়া ফেসবুকে সম্প্রতি গাড়ির ছবি দিলেও এটি মূলত আরও দেড় মাসে আগে অর্ডার করেছিলেন। সম্প্রতি তিনি গাড়িটি ডেলিভারি পেয়েছেন বলে মাহির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।

এ গাড়িটির আগে মাহি চালাতেন মিতশুবিশির ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। যেটির তৎকালীন বাজার মূল্য ছিল প্রায় ২৫ লাখ টাকা।

বিশ্ববিখ্যাত গাড়ির কোম্পানী টয়োটার একটি বিলাসবহুল ব্র্যান্ড হ্যারিয়ার। টয়োটা ১৯৯৭ সাল থেকে হ্যারিয়ার বাজারজাত করছে।

মাহির শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স থাকায় তিনি অধিকাংশ জায়গায় নিজে ড্রাইভ করেন। শুটিং না থাকলে কিংবা শুটিংয়ের ফাঁকা সময়ে বন্ধুদের নিয়ে লং ড্রাইভে যেতে পছন্দ করেন।

মাহি অভিনীত মুক্তি প্রতীক্ষিত ছবির মধ্যে রয়েছে ‘আনন্দ অশ্রু’, ‘যাও পাখি বলো তারে’, ‘আশীর্বাদ’, ‘স্বপ্নবাজী’। এছাড়া তার অভিনীত ওয়েব সিরিজ ‘মরীচিকা’ও খুব শিগগিরই মুক্তি পাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

বিলাসবহুল গাড়ি মাহিয়া মাহি হ্যারিয়ার

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর