Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে নোবেলের ‘মেহেরবান’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ এপ্রিল ২০২১ ২০:০০

মোটরসাইকেল দুর্ঘটনায় বাসায় বিশ্রামে রয়েছেন ‘সারেগাপামা’। মাথায় পড়েছে ৩০ সেলাই। এরই মাঝে জানালেন ঈদ উপলক্ষ্যে আসছে তার নতুন গান ‘মেহেরবান’। গানটি সুফি ঘরানার।

দুর্ঘটনার আগেই গানটির রেকর্ডিং-শুটিং শেষ করেছেন। এখন চলছে চূড়ান্ত পর্বের কাজ। এটি সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ হবে ঈদ উপলক্ষে আগামী ২৫ রমযান গানটি আসছে।

দুর্ঘটনা ও নতুন গান প্রসঙ্গে নোবেল বলেন, ‘‘৭ দিন পরও রক্তগুলো শুকিয়ে আছে চুলে। সেলাই কাটার আগে চুলে পানি লাগানো বারণ। সবাই দোয়া করবেন। ‘মেহেরবান’ গানটির চূড়ান্ত কাজ চলছে। রমজান মাসের শেষে ঈদ উপলক্ষে গানটি নিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাবো।’’

গত ২২ এপ্রিল সন্ধ্যার দিকে গুলশানে এক মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েন নোবেল। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, এক বৃদ্ধ লোককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে অভিযোগ রয়েছে তিনি মূলত এক বাইসাইকেল আরোহীকে আহত করেছেন। ঘটনাস্থলে কোন বৃদ্ধ ছিল না।

সারাবাংলা/এজেডএস

নোবেল মেহেরবান