Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএইচডি ডিগ্রি পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৭ এপ্রিল ২০২১ ১৫:১২

দেশের রবীন্দ্রসঙ্গীত জগতে এক বরেণ্য নাম রেজওয়ানা চৌধুরী বন্যা। তার নামের পাশে এখন থেকে লিখতে হবে ড. রেজওয়ানা চৌধুরী বন্যা। সম্প্রতি তিনি অর্জন করেছেন পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি। তার এ অর্জনে সময় লেগেছে ১০ বছর।

মাস খানেক নন্দিত এ শিল্পী তার পিএইচডি শেষ করেছেন। তিনি এ ডিগ্রি অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। শুরুতে এই কোর্সে তার গাইড হিসেবে ছিলেন ড. মৃদুল চক্রবর্তী। পরে যুক্ত হন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বন্যা এই ডিগ্রি অর্জন করতে করতে তারা দুজনই পৃথিবী ছেড়ে চলে গেছেন।

বিজ্ঞাপন

পিএইচডি ডিগ্রি অর্জন প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘আমি মনে করি, এটা আমার জীবনের অন্যতম অর্জন। অনেক কষ্ট হলেও শেষ পর্যন্ত পিএইচডি কমপ্লিট করতে পেরেছি! আমি যখন পিএইচডি শুরু করি, তখন আমার গাইড আমারই বন্ধু ড. মৃদুল চক্রবর্তী মারা গেল। শেষের দিকে আবার আরেকজন গাইড ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানও মারা গেলেন। বলা যেতে পারে, আমাকে নানা চড়াই–উতরাই পার করতে হয়েছে। শেষ পর্যন্ত শেষ করতে পেরেছি, এটাই অনেক বড় বিষয়।’

উল্লেখ্য, গত বছর করোনাভাইরাসে আক্রান্ত দেশ বরেণ্য এই রবীন্দ্রসংগীত শিল্পী। বর্তমানে বন্যার বয়স ৬৩ বছর। বিশ্বভারতীর ছাত্রী বন্যার রবীন্দ্রসংগীত পরিবেশনের ধরণ গোটা বিশ্বে সমাদৃত। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সনের দায়িত্বেও রয়েছেন তিনি।

সারাবাংলা/এজেডএস

পিএইচডি রেজওয়ানা চৌধুরী বন্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর