Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ বছর ধরে কেন ভাত খান না মোশাররফ করিম!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ এপ্রিল ২০২১ ২৩:২৮

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ৩০ বছর ধরে ভাত খাচ্ছেন না। নানাজন নানাভাবে বুঝিয়েও তাকে খাওয়াতে পারেনি। বিষয়টি প্রথমে তার স্ত্রী উপভোগ করলেও পরবর্তীতে সেটিই তাদের ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়। তবে পুরো বিষয়টি বাস্তবে নয়, একটি নাটকের গল্পে জনপ্রিয় এ অভিনেতাকে এভাবেই দেখা যাবে।

এত বছর ভাত না খাওয়ার রহস্য জানা যাবে ‘গরম ভাতের গন্ধ’ শিরোনেমের একক নাটকে। ইসরাত আহমেদ রচিত নাটকটি নির্মাণ করেছেন সকাল আহমেদ।

বিজ্ঞাপন

নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নিঃসন্দেহে একটি অসাধারণ চিত্রনাট্যে আমরা কাজ করেছি। মনস্তাত্ত্বিক জটিলতার গল্প নিয়ে মূলত এই নাটক। আমাদের জীবনের বাইরের কোনো গল্প নয়। যারা নাটক দেখে ভাবতে চান, এটি তাদের ভাবনার খোরাক হতে পারে।’

এতে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে হাজির হবেন জাকিয়া বারী মম। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- সাবেরী আলম, মাসুম বাশার, শেলী আহমেদ প্রমুখ। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রাত ৮টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে নাটকটি।

সারাবাংলা/এজেডএস

গরম ভাতের গন্ধ মোশাররফ করিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর