Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় ৩০টি সেলাই লাগলো নোবেলের

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ এপ্রিল ২০২১ ১৬:০১

‘সারেগামাপা’খ্যাত সঙ্গীতশিল্পী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি নিজেই খবরটি নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে।

দুর্ঘটনায় নোবেলের মাথায় ১২টি এবং ভ্রুতে ১৮টিসহ মোট ৩০টি সেলাই করতে হয়েছে। তবে তিনি বর্তমানে অশংকামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনা সম্পর্কে নোবেল তার ফেসবুক পেইজে জানান, ‘এক বয়স্ক মানুষকে বাঁচাতেই তার এই দুর্ঘটনা। তার ভাষায়, ‘এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিলো। তাকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা। তবুও মনে তৃপ্তি অনুভব করছি, কারণ লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি।’

নোবেল দুর্ঘটনার কিছু ছবি প্রকাশ করেছেন। রক্তাক্ত শরীরের ছবিগুলো বেশ ভয়ংকর।

বৃহস্পতিবার রাতে ডান চোখের পুরোটায় ব্যান্ডেজ করা একটি ছবি শেয়ার করে নোবেল লিখেন, ‘আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে। রাস্তাটির জন্য দোয়া করবেন।’

তবে ছবির নিচের অধিকাংশ কমেন্ট ছিল নেগেটিভ।

সারাবাংলা/এজেডএস

নোবেল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর