Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌসুমীর পরিকল্পনায় ভাইয়ের টাকা ‘আত্মসাৎ’ করেন মিলন


২২ এপ্রিল ২০২১ ২০:৩৯

বাদামতলা ছোট্ট একটি গ্রাম। গ্রামের সবুজ বাংলা ব্যাংকের ব্র্যাঞ্চে একটি একাউন্টে প্রায় আশি লাখ টাকার মত অলস পড়ে আছে। কারণ অজানা। সেই কারন অনুসন্ধানে নেমেছে ম্যানেজার ও স্থানীয় চেয়ারম্যান।

একাউন্ট হোল্ডার আসাদুল্লাহ। জিজ্ঞাসাবাদে আসাদুল্লাহ টাকার গল্প বলতে থাকে। আসাদুল্লাহর ভাই আমানুল্লাহ ইতালি থাকে। মাসে মাসে মোটা অঙ্কের টাকা পাঠায়। তার নিজের কোন ইনকাম নেই। সে তার ভাইয়ের টাকায় চলে। সব কিছু ঠিকমতোই চলছিল। হঠাৎ আমানুল্লাহ জানায় কয়েকদিন পর সে দেশে আসবে এবং বিয়ে করবে। আসাদুল্লাহ বেশ খুশি হয়। কিন্তু তার স্ত্রী রাহেলা বলে অন্য কথা। আমানুল্লাহ যদি সবকিছুর হিসাব চায় তখন কি হবে? প্রথমে আসাদুল্লাহ এসব কথা আমলে না নিলেও পরে ধীরে ধীরে ঠিকই আমলে নেয়। আসাদুল্লাহর বউ ফাঁদ আঁকে।

এমনই এক গল্পে নির্মিত হলো একক নাটক ‘আত্মসাৎ’। মেজবাহ্ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন গাজী বদরুজ্জামান। অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, সাব্বির আহমেদ, পরশি রুমী প্রমূখ।

একক নাটক ‘আত্মসাৎ’ প্রচারিত হবে শুক্রবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় এনটিভিতে।

আনিসুর রহমান মিলন একক নাটক ‘আত্মসাৎ’ এনটিভি গাজী বদরুজ্জামান পরশি রুমী মেজবাহ্ উদ্দিন সুমন মৌসুমী হামিদ সাব্বির আহমেদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর