Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শামীম ও সারিকার ‘সীমিত পরিসরে বিয়ে’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ এপ্রিল ২০২১ ১৬:২১

এ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ। তারা দুজন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ জুটিবদ্ধ হয়েছে অভিনয় করেছিলেন। ধারাবাহিকে তাদের করা রায়হান ও ঝুমুর চরিত্র দুটি জনপ্রিয় হয়। সে থেকে তাদেরকে নিয়ে একের পর নাটক নির্মাণ শুরু হয়েছে। এবার তাদেরকে নির্মিত হলো ‘সীমিত পরিসরে বিয়ে’।

মূলত লকডাউন পরিস্থিতি নিয়েই এই কাজ। নাটকটি নির্মাণ করেছেন মনসুর আলম নির্ঝর। এতে লকডাউন পরিস্থিতিতে বিয়ে এবং নাটকীয় কিছু ঘটনা উঠে আসবে।

বিজ্ঞাপন

শামীম হাসান সরকার বলেন, ‘নাটকটির গল্প সমসাময়িক। যেখানে ভিন্ন আঙ্গিকে বর্তমান বাস্তবতা উঠে এসেছে। এই সময়ে সবকিছুই সীমিত পরিসরে করতে হচ্ছে, বিয়েটাও। এমন এক গল্প নিয়ে নাটকটি। দর্শকরা দেখে আনন্দ পাবেন।’

নির্মাতা জানান, আসছে ঈদে ‘সীমিত পরিসরে বিয়ে’ নাটকটি প্রচার হবে অনলাইন মাধ্যমে।

সারাবাংলা/এজেডএস

শামীম হাসান সরকার সারিকা সাবাহ সীমিত পরিসরে বিয়ে

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর