Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাপ্পা মজুমদার ও কনার ‘নিভিয়ে দিয়োনা আলো’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ এপ্রিল ২০২১ ১৬:০০ | আপডেট: ২১ এপ্রিল ২০২১ ২০:২০

‘ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা’ নামক ছবি নির্মাণ করছেন প্রদীপ ঘোষ। এতে বাপ্পা মজুমদারের সুর ও সংগীতায়োজনে গান করেছেন কনা।

গানটির শিরোনাম ‘নিভিয়ে দিয়োনা আলো’। কথা লিখেছেন শাহান কবন্ধ। গানটির কয়েক লাইন এরকম—‘হলো না বুঝি হায়, এ বেলা চলে যায়/ ঝিমিয়ে পড়েছে আলো/ পৃথিবী এখনও সেই, দ্বিধারই চাদরে/ নিভীয়ে দিয়োনা আলো/ জ্বালো জ্বালো

গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, গানটিতে প্রীতিলতার আত্মাহুতির দৃশ্যটি দেখানো হবে। চিত্রনাট্য অনুযায়ী আবেগময় দৃশ্যটির মধ্য দিয়ে ছবি শেষ করতে চেয়েছেন পরিচালক। গানের কথাগুলো ওই সময়কে ধারণ করতে পেরেছে বলে আমি মনে করি।’

এর আগে ছবিটিতে গান করেছেন এলিটা করিম।

উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। এর মূল গল্প সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা বীরকন্যা’ অবলম্বনে।

ছবিতে প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।

সারাবাংলা/এজেডএস

কনা নিভীয়ে দিয়োনা আলো বাপ্পা মজুমদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর