Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবানার নামে ভুয়া গুঞ্জন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ এপ্রিল ২০২১ ১৫:৪৮

বাংলা চলচ্চিত্রের এক অনন্য নাম শাবানা। তিনি যখন কোন কিছু ঘোষণা দিবেন তা অবশ্যই সবাই গুরুত্বের সঙ্গে নিবেন। তার ফেসবুক আইডি থেকে যদি বলা হয়, এ রমজানে তিনি ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দিবেন সাধারণ মানুষকে তখন তা তো হেলাফেলা করে নেওয়ার সুযোগ নেই। তা নিয়ে ফেসবুকে শুরু হয়েছে তোলপাড়। কিন্তু জানা গেল, পুরো বিষয়টিই ভুয়া।

সারাবাংলাকে শাবানার একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, প্রথমত শাবানা ঘোষণা দিয়ে সহায়তা করার মানুষ নন। তিনি প্রতি বছরই প্রচুর মানুষকে সাহায্য সহযোগিতা করেন। এসব নিয়ে তিনি কাউকে জানাতেও পছন্দ করেন না। আর দ্বিতীয়ত ওনার তো কোন ফেসবুক আইডিই নেই। তাই এ ধরনের আইডি এবং ঘোষণা দেয় তা তাকে বিব্রত করে।

বিজ্ঞাপন

গত ৮ এপ্রিল আফরোজা সুলতানা রত্না নামের ফেসবুক আইডি থেকে লেখা হয়—‘পরিবারের সবার পরামর্শে একটি ভালো উদ্যোগ নিয়েছি। আগামী রোজা উপলক্ষে সাধারণ মানুষ ও গরিব অসহায়দের জন্য ১০ লাখ টাকার কিছু উপহার দিতে চাই। আশা করি, পোস্টটি সবাই শেয়ার করবেন ও অন্যদের দেখার সুযোগ করে দিবেন। পোস্টটি দ্রুত শেয়ার করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। যাতে তারা তাদের হক পায়।’

মুহুর্তেই ফেসবুকে পোস্টটি ভাইরাল হয়ে যায়। চলচ্চিত্র বিষয়ক গ্রুপগুলোতে শুরু হয় আলোচনা। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল পুরো বিষয়টিই ভুয়া।

সারাবাংলা/এজেডএস

১০ লাখ সহয়তা ভুয়া গুঞ্জন শাবানা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর